রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ৬ অক্টোবর থেকে

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১২-১৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে ৬ অক্টোবর। ভর্তি কমিটি জানায়, ভর্তি পরীক্ষা শুরু হবে আগামী ৬ অক্টোবর, শেষ হবে ৯ অক্টোবর। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে বলা হয়-  প্রথমবর্ষে ভর্তির আবেদন প্রক্রিয়া মুঠোফোনের এসএমএসের মাধ্যমে শুরু হবে ১ সেপ্টেম্বর রাত ১২ টা থেকে, চলবে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত। আবেদনের যোগ্যতা গতবারের মত থাকবে। তবে এই সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত পরবর্তী জানানো হবে। ভর্তি সংক্রান্ত দরকারি তথ্য পাওয়া যাবে রাবির ওয়েবসাইটে-  www.ru.ac.bd