রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এমবিএ ও পিএইচডিতে ভর্তি তথ্য
২০১২-২০১৩ শিক্ষাবর্ষে পরিবেশ বিজ্ঞানে পিএইচডি পর্যায়ে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। একই বিষয়ে মাস্টার্স পাশ করেছেন, এমন শিক্ষার্থীরাই এ প্রোগ্রামে ভর্তির আবেদন করতে পারবেন। ৫০০ টাকা ফি জমা দিয়ে আবেদনের ফরম সংগ্রহ করা যাবে ১৫ মার্চ পর্যন্ত। দুইকপি পাসপোর্ট আকারের ছবি, আগের সব পরীক্ষার সনদের ফটোকপিসহ আবেদন পাঠাতে হবে ১৯ মার্চের মধ্যে। ভর্তি পরীক্ষা হবে ৭ এপ্রিল সকাল ১০টায়। এদিকে ২০১১-২০১২ শিক্ষাবর্ষে এমবিএ (সান্ধ্যকালীণ) প্রোগ্রামে ভর্তির বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে। এ প্রোগ্রামে ভর্তি হতে ভর্তিচ্ছুদের জিমেটে স্কোর থাকতে হবে অন্তত ৪০০। কোনো পাবলিক পরীক্ষায় তৃতীয় বিভাগ বা সমমানের জিপিএ থাকলে আবেদন করা যাবে না। ভর্তি ফরম সংগ্রহ করা যাবে ১৮ মার্চ পর্যন্ত। দরকারি কাগজপত্রসহ আবেদন করতে হবে ১৮ মার্চের মধ্যে। ভর্তি পরীক্ষা হবে ২৩ মার্চ সকাল ১০টায়। ভর্তি তথ্যের বিস্তারিত জানা যাবে বিশ্ববিদ্যালয়ের ওয়েবে-www.ru.ac.bd