রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ২৩-২৭ অক্টোবর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২৩ অক্টোবর ২০১৬ থেকে শুরু হবে। চলবে ২৭ অক্টোবর পর্যন্ত। তবে এ বছর ভর্তি পরীক্ষায় দ্বিতীয়বার অংশগ্রহণের সুযোগ থাকছে না।
আজ দুপুরে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ভর্তি উপ-কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। আবেদনসহ ভর্তি প্রক্রিয়া সম্পর্কিত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.ru.ac.bd) এবং গণমাধ্যমে প্রকাশ করা হবে।
২০১৬ সালে পাস করা শিক্ষার্থীরাই শুধু এ বছর ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। ২০১৫ সালে পাস করা শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবেন না।
এবার বিশ্ববিদ্যালয়ের ৯টি অনুষদের অধীনে ৫৬টি বিভাগ এবং ২টি ইনস্টিটিউটে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে শিক্ষার্থী ভর্তি করা হবে।