রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০১৩-১৪ শিক্ষাবর্ষে স্নাতকে (সম্মান) ভর্তি পরীক্ষায় আসন সংখ্যা বাড়ানো হয়েছে। রাবি সূত্র জানায়, গতবারের চেয়ে এবার ৩১০টি আসন বাড়ানো হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন জানান, মোট ৮টি অনুষদের ৪৭ টি বিভাগে প্রতি বছর ৩৬১৫ জন ভর্তির সুযোগ পায়। এবার অনেকগুলো বিভাগে ১০ শতাংশ আসন বাড়ানোর কারণে ৩১০ জন বেশি শিক্ষার্থী ভর্তি হতে পারবে।
আবেদনের যোগ্যতার ব্যাপারে তিনি জানান, চলতি শিক্ষাবর্ষ থেকে এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষার জিপিএ মূল্যায়ন করা হচ্ছে। ফলে প্রকৃত মেধাবীরা ভর্তি হওয়ার সুযোগ পাবে বলে আমরা বিশ্বাস করি।
উল্লেখ্য, ১৮ সেপ্টেম্বর থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে, চলবে ১০ অক্টোবর পর্যন্ত। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১০ থেকে ১৪ নভেম্বর ।
বিস্তারিত জানা যাবে রাবি’র ওয়েবসাইট দুটিতে- www.ru.ac.bd, http://admission.ru.ac.bd
>> ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখুন : youtube.com/edudaily24