রাবি : ভর্তি পরীক্ষা ১৯ অক্টোবর থেকে


এডু ডেইলি ২৪ প্রকাশ: জুলাই ২৪, ২০১৪, ২:৩৪ অপরাহ্ন / আপডেট: সেপ্টেম্বর ১, ২০২৪, ১:৩৫ অপরাহ্ন / ২৯
রাবি : ভর্তি পরীক্ষা ১৯ অক্টোবর থেকে

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা আট ইউনিটে নেওয়া হবে। ১৯ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২২ জুলাই সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গতবারের মতো এবারও আটটি অনুষদের অধীনে ৫০টি বিভাগের ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভর্তি পরীক্ষা কমিটি।
জানা গেছে, ভর্তি আবেদনের যোগ্যতা ও ফরমের মূল্য গত বছরের মতো রাখা হয়েছে। এবার মানবিক শাখা থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের এসএসসি বা সমমান ও এইচএসসি বা সমমান উভয় পরীক্ষায় চতুর্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ ৩ দশমিক ৫ সহ মোট জিপিএ ৭ দশমিক ৫ থাকতে হবে।
বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের ৪র্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ ৪ সহ মোট জিপিএ ৮ দশমিক ৫ এবং বাণিজ্য শাখার শিক্ষাথীদের ৪র্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ ৩ দশমিক ৫ সহ মোট জিপিএ ৮ পেতে হবে।
আবেদনকারী যে ইউনিটেই আবেদন করুক, সে যে শাখা থেকে এইচএসসি পরীক্ষায় পাশ করেছে সেই শাখার জন্য নির্ধারিত যোগ্যতা তার ক্ষেত্রে প্রযোজ্য হবে। এছাড়া ইউনিট ও বিভাগের আরোপিত শর্তও প্রযোজ্য হবে।
ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.ru.ac.bd) ও পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হবে।

Rate this post