রাশিয়া সরকারের বৃত্তি

রাশিয়া সরকার আন্ডারগ্র্যাজুয়েট, পোষ্ট-গ্র্যাজুয়েট, ডক্টরেট এবং স্বল্পমেয়াদী কোর্সে বৃত্তি দিবে বাংলাদেশি শিক্ষার্থীদের। আন্ডারগ্র্যাজুয়েটের জন্য বৃত্তির আবেদন করতে প্রার্থীদের বয়স হতে হবে ন্যুনতম ২৫। পোষ্ট-গ্র্যাজুয়েট ও ডক্টরেট প্রার্থীদের বেলায় ন্যুনতম বয়স হতে হবে যথাক্রমে ৩৫ ও ৪৫। আবেদনের সঙ্গে বিগত পাবলিক পরীক্ষার সনদের ফটোকপির সঙ্গে পাসপোর্ট, জন্মসনদ, সত্যায়িত ছবি, মেডিকেল সনদ, গবেষণাবিষয়ক প্রতিবেদন (পোষ্ট-গ্র্যাজুয়েট প্রার্থীদের জন্য), সুপারিশ পত্রের (ডক্টরেট প্রার্থীদের জন্য) ফটোকপি যুক্ত করতে হবে । আবেদন করতে হবে দুই ধাপে। অনলাইনে (http://en.russia.edu.ru) আবেদন ফরম পূরন করতে হবে। এরপর দরকারিকারি কাগজপত্রসহ (দুই সেট) ডাকযোগে অথবা সরাসরি জমা দিতে হবে শিক্ষা মন্ত্রণালয়ের ২ কিংবা ৯ নম্বর গেটে, ১০ এপ্রিলের মধ্যে। খামের ওপর ‘বরাবর, উপ-সচিব (বৃত্তি), শিা মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা।’ উল্লেখ থাকতে হবে।  বৃত্তির বিজ্ঞপ্তি পাওয়া যাবে শিক্ষা মন্ত্রণালয়ের এ ওয়েবে লিংকে- http://www.moedu.gov.bd/