রুয়েটে প্রযুক্তি সম্মেলন শুরু


এডু ডেইলি ২৪ প্রকাশ: ডিসেম্বর ২৮, ২০১২, ১২:৫০ অপরাহ্ন / আপডেট: সেপ্টেম্বর ১, ২০২৪, ১:৩২ অপরাহ্ন / ১৫
রুয়েটে প্রযুক্তি সম্মেলন শুরু

২৮ ডিসেম্বর থেকে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) শুরু হয়েছে ‘আন্তর্জাতিক প্রযুক্তি সম্মেলন ২০১২’। দুই দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে। রুয়েট কর্তৃপক্ষ এবং তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল অনুষদ যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করেছে।
ইলেকট্রিক্যাল, কম্পিউটার ও টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিষয়ক এ সম্মেলনে অংশ নেবেন দেশি-বিদেশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও প্রতিনিধিরা।
এর আগে এ সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়েছিল ১ ও ২ ডিসেম্বর। পরবর্তিতে এ তারিখ পিছিয়ে ২৮ ও ২৯ ডিসেম্বর করা হয়। সম্মেলনের আরো তথ্য পাওয়া যাবে এই ওয়েব লিংকে- www.ruet.ac.bd/icecte2012 ।

Rate this post