রুয়েটে সমাবর্তন ২ মার্চ

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ৪র্থ সমাবর্তন অনুষ্ঠিত হবে ২ মার্চ। বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ সম্মেলনে উপাচার্য সিরাজুল করিম চৌধুরী এ তথ্য জানান।
তিনি আরো জানান, বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি জিল্লুর রহমানের প্রতিনিধি হিসেবে সমাবর্তনে সভাপতিত্ব করবেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।
এই সমাবর্তনে ২০০৩ থেকে ২০০৬ সাল পর্যন্ত পাশ করা স্নাতক, স্নাতকোত্তর, এমফিল ও পিএইচডি পর্যায়ের শিক্ষার্থীদের সনদ দেওয়া হবে। সব মিলিয়ে এবার সনদ পাবে মোট ১,৫৭৩ জন।
সমাবর্তনে অংশ নিতে আগ্রহীদের নিবন্ধন করতে ২৫০০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে। নিবন্ধনের শেষ সময় ১০ ফেব্রুয়ারি। এ সম্পর্কিত বিস্তারিত তথ্য শিগগিরই সংবাদমাধ্যম ও বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.ruet.ac.bd) প্রকাশ করা হবে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।