রুয়েটে ৯ শিক্ষকের পদত্যাগ


এডু ডেইলি ২৪ প্রকাশ: মার্চ ৮, ২০১৩, ৮:০৬ অপরাহ্ন / আপডেট: সেপ্টেম্বর ১, ২০২৪, ১২:৪৭ অপরাহ্ন / ১১
রুয়েটে ৯ শিক্ষকের পদত্যাগ

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) প্রশাসন থেকে ৯ শিক্ষক পদত্যাগ করেছেন। নতুন উপাচার্য দায়িত্ব নেওয়ার পরই এই পদত্যাগের ঘটনা ঘটলো। এসব শিক্ষকরা প্রশাসনের বিভিন্ন পদে দায়িত্ব পালন করছিলেন। শুক্রবার রুয়েট সূত্র এ তথ্য জানায়।
পদত্যাগের কারণ জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক বলেন, ৯ শিক্ষক নতুন উপাচার্যের সঙ্গে কাজ করতে আগ্রহী নন। এসব শিক্ষকরা রুয়েটের সাবেক উপাচার্যের সমর্থক হিসেবে পরিচিত।
পদত্যাগের বিষয়টি বৃহস্পতিবার রাতে সংশ্লিষ্ট শিক্ষকরা চিঠির মাধ্যমে উপাচার্যকে জানান।
এর আগে ২০১২ সালের নভেম্বর থেকে বিভিন্ন অভিযোগে তখনকার উপাচার্য সিরাজুল করিম চৌধুরীর বিরুদ্ধে আন্দোলন শুরু করে রুয়েটের শিক্ষক-শিক্ষার্থীরা। এর ধারাবাহিকতায় ৬ মার্চ মর্তুজা আলীকে উপাচার্য হিসেবে নিয়োগ দেয়া হয়।

Rate this post