![বাংলাদেশ রেলওয়ে টিকিট কালেক্টর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ [১৩৩ পদে চাকরি] 1 বাংলাদেশ রেলওয়ে টিকিট কালেক্টর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ - Bangladesh railway ticket collector job circular 2023 pdf http://br.teletalk.com.bd https://railway.gov.bd](https://edudaily24.com/wp-content/uploads/railway-collector-jobs-1.jpg)
বাংলাদেশ রেলওয়ে টিকিট কালেক্টর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ প্রকাশিত হয়েছে। Ticket collector (TC) পদে মোট ১৩৩ জনকে চাকরি দেবে Bangladesh railway। আবেদন করতে হবে অনলাইনে (http://br.teletalk.com.bd) ১৩ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে ২০ মার্চ ২০২৩ তারিখ বিকাল ৪টার মধ্যে। HSC / সমমানের পরীক্ষায় পাস হলেই টিকেট কালেক্টটর পদে আবেদনের সুযোগ পাওয়া যবে।
এক নজরে :
রেলওয়ে টিকিট কালেক্টর নিয়োগ ২০২৩
নিয়োগ কর্তৃপক্ষ : | বাংলাদেশ রেলওয়ে (Bangladesh railway) |
পদের নাম : | টিকিট কালেক্টর (Ticket collector – TC) |
পদের সংখ্যা : | ১৩৩টি |
শিক্ষাগত যোগ্যতা : | এইচএসসি / সমমান |
আবেদন ফি : | ২২৩ টাকা (চার্জসহ) |
আবেদনের লিংক : | http://br.teletalk.com.bd |
অফিসিয়াল ওয়েবসাইট : | https://railway.gov.bd |
টিকেট কালেক্টর পদে আবেদনের যোগ্যতা
- শিক্ষাগত যোগ্যতা : যেকোন স্বীকৃত শিক্ষা বোর্ড হতে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে বাংলাদেশ রেলওয়েতে টিকেট কালেক্ট পদে আবেদন করা যাবে।
- শারীরিক যোগ্যতা : উচ্চতা নুন্যতম ৫ ফুট ৫ ইঞ্চি হতে হবে।
- বয়সসীমা : কালেক্টর পদের আবেদন করার বয়সসীমা ১৮ থেকে ৩০ বছর করা হয়েছে।
- জেলা কোটা : সব জেলার প্রার্থীরা রেলওয়ে টিকেট কালেক্টর পদে আবেদন করতে পারবেন।
টিকেট কালেক্টর পদের বেতন কত
বাংলাদেশ রেলওয়ে টিকেট কালেক্টর পদের বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ধরা হবে। গ্রেড ১৫ অনুযায়ী রেলওয়ে টিকিট কালেক্টর পদের বেতন ৯,৭০০-২৩,৪৯০ টাকা হারে প্রতি মাসে বেতন পাবে।
রেলওয়ে টিকেট কালেক্টর পদে আবেদনের নিয়ম
রেলওয়ে টিকেট কালেক্টর পদে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইনে http://br.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে ২০ মার্চ ২০২৩ তারিখের মধ্যে আবেদন করতে হবে। প্রথমে অনলাইনে ওয়েবসাইট থেকে ফরম পূরণ করে তারপর পেমেন্ট করে আবেদন সম্পন্ন করতে হবে। অনলাইনে ফরম পূরণ করে ৭২ ঘন্টার মধ্যে ২২৩ টাকা টেলিটক সিমের মাধ্যমে ফি প্রদান করে আবেদন সম্পন্ন করতে হবে।
রেলওয়ে টিকিট কালেক্টর এর কাজ কি
রেলওয়ে টিকিট কালেক্টর এর কাজ হলো ট্রেনের ভিতরে ও স্টেশনের গেইটে যাত্রীদের টিকেট চেক করা। তারা শুধুমাত্র যাত্রীদের টিকেট চেক করে। টিকেট কালেক্টর অনেক সময় গেইটে টিকেট সংগ্রহ করেন আবার অনেক সময় তা করেন না।
বাংলাদেশ রেলওয়ে টিকিট কালেক্টর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
![বাংলাদেশ রেলওয়ে টিকিট কালেক্টর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ [১৩৩ পদে চাকরি] 2 বাংলাদেশ রেলওয়ে টিকিট কালেক্টর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ - Bangladesh railway ticket collector job circular 2023](https://edudaily24.files.wordpress.com/2023/02/railway-tc-2023-2-1.jpg)
![বাংলাদেশ রেলওয়ে টিকিট কালেক্টর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ [১৩৩ পদে চাকরি] 3 বাংলাদেশ রেলওয়ে টিকিট কালেক্টর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ - Bangladesh railway ticket collector job circular 2023 (2)](https://edudaily24.files.wordpress.com/2023/02/railway-tc-2023-2-2.jpg)
![বাংলাদেশ রেলওয়ে টিকিট কালেক্টর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ [১৩৩ পদে চাকরি] 4 বাংলাদেশ রেলওয়ে টিকিট কালেক্টর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ - Bangladesh railway ticket collector job circular 2023 (3)](https://edudaily24.files.wordpress.com/2023/02/railway-tc-2023-2-3.jpg)
Bangladesh railway ticket collector job circular 2023 pdf
- Bangladesh railway ticket collector job circular 2023 pdf download link : https://railway.gov.bd/sites/default/files/files/railway.portal.gov.bd/notices/5c2ec096_1a2a_4b86_8345_67c26bcc26b5/tc%20grade2.pdf
রেলওয়ে টিকিট কালেক্টর নিয়োগ পরীক্ষার সিলেবাস, বিষয় ও মানবন্টন ২০২৩
![বাংলাদেশ রেলওয়ে টিকিট কালেক্টর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ [১৩৩ পদে চাকরি] 5 বাংলাদেশ রেলওয়ে টিকিট কালেক্টর নিয়োগ পরীক্ষার সিলেবাস, বিষয় ও মানবন্টন ২০২৩ - Bangladesh railway ticket collector job exam syllabus, subjects and mark distributions 2023 https://www.dpp.gov.bd https://railway.gov.bd](https://edudaily24.com/wp-content/uploads/railway-tc-exam-marks.jpg)
বাংলাদেশ রেলওয়ে নিয়োগ বিধিমালা ২০২০ pdf
- Bangladesh railway recruitments regulation pdf download link : https://mor.portal.gov.bd/sites/default/files/files/mor.portal.gov.bd/divisional_noc/db5a8326_a9bb_4e0f_8886_7e2977362aef/%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B2%E0%A6%93%E0%A7%9F%E0%A7%87%20%E0%A6%A8%E0%A6%BF%E0%A7%9F%E0%A7%8B%E0%A6%97%20%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A7%E0%A6%BF%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%BE%20%E0%A7%A8%E0%A7%A6%E0%A7%A8%E0%A7%A6.pdf
বাংলাদেশ রেলওয়ে টিকেট কালেক্টরের কাজ কি?
বিস্তারিত জানতে ক্লিক করুন >> Click
বাংলাদেশ রেলওয়ে টিকিট কালেক্টর পদের যোগ্যতা কি?
রেলওয়েতে ওয়েম্যান পদে আবেদনের জন্য প্রার্থীকে ন্যূনতম এইচএসসি বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে। এছাড়া প্রার্থীর উচ্চতা ৫ ফুট ৫ ইঞ্চি হতে হবে।