বর্তমানে রেলওয়েতে শূন্য পদ ২২,৭০৪টি। ১৩ জুন জাতীয় সংসদে সরকারি দলী সাংসদ মামুনুর রশীদ কিরণের প্রশ্নের জবাবে রেলপথমন্ত্রী এ তথ্য দেন।
রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন জানান, রেলওয়ের শূন্য পদ এখন ২২,৭০৪টি। এর মধ্যে ১ম শ্রেণির ২০১টি, ২য় শ্রেণির ১,৬০১টি, ৩য় শ্রেণির ৮,৫৭৫টি এবং ৪র্থ শ্রেণির ১২,৩২৭টি পদ শুন্য রয়েছে।
তিনি আরো জানান, এসব পদের মধ্যে ১ম শ্রেণির ১৪টি ও ২য় শ্রেণির ৫৫৪টি পদের চাহিদা ইতোমধ্যে পিএসসিতে পাঠানো হয়েছে।
৩য় ও ৪র্থ শ্রেণির ৭,৩৫১টি পদের ছাড়পত্র পাওয়া গেছে। এর মধ্যে ৩য় শ্রেণির ৪৪১টি এবং ৪র্থ শ্রেণির ২,৮১২টিসহ ৩,২৫৩টি পদের নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়েছে। আগামী ১৭ জুন এএলএম গ্রেড-২ ও গার্ড গ্রেড-২ পদের নিয়োগ পরীক্ষা হবে।
আরো পড়ুন : ৬৮৪টি পদে রেলওয়েতে গেটম্যান পদের নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
শিক্ষা ও চাকরি বিষয়ক দরকারি তথ্য নিয়মিত পেতে আমাদের ফেসবুক পেজে ( facebook.com/EduDailyOfficial ) লাইক দিয়ে রাখুন এবং ইউটিউব চ্যানেলে ( youtube.com/edudaily24 ) সাবস্ক্রাইব করুন।
>> ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখুন : youtube.com/edudaily24
এই ওয়েবসাইট কি আমার খুব ভালো লাগে কারন এখানে অনেক শিক্ষনীয় বিষয় উপস্থাপন করা হয়
নাই
আমি বাংলাদেশ রেলওয়েতে চাকরি করতে চাই
ওই বেটা পাগল,, তুই চাকরি করতে চাস এইটাই ওয়েবসাইটের কমেন্টসে বললে হবে।?চাকরির জন্য অনলাইনে এপ্লাই কর তারপরে পরীক্ষা দিয়ে যদি অ্যালাউ হলে চাকরি করবি।
আমি চাকরি করতে চাই
আমি বাংলাদেশ রেলওয়েতে চাকরি করতে আগ্রহী
এ এল এম
I want to a job
আমার টাকা নেই তাই সরকারি করার ইচ্ছে আশা করি না।
হুমম ভাই ঠিক বলছেন । বাংলাদেশ এ টাকা ছাড়া চাকরি নাই
Ami job karte issuk
বাংলাদেশ রেলপথ নিয়ক
আমি বাংলাদেশ রেলওয়ে তে চাকরি করতে চাই। ইনশাআল্লাহ!
যাদের বস্তা ভর্তি টাকা আছে তারাই সরকারি চাকরি করুক,, আমাদের অত টাকাও নাই তাই ভাগ্যে সরকারি চাকরি ও নাই
Google is’t bad news, it’s a good website.
আমি রেলওয়েতে চাকরি করতে ইচ্ছুক