রোকেয়া বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা


এডু ডেইলি ২৪ প্রকাশ: জানুয়ারি ১১, ২০১৩, ১১:৫৯ অপরাহ্ন / আপডেট: সেপ্টেম্বর ১, ২০২৪, ১:০৮ অপরাহ্ন / ১৬
রোকেয়া বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। ১০ জানুয়ারি ২০১৩ তারিখ রাতে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ে দুর্নীতি, নিয়োগে বানিজ্য, দলীয়করণ, স্বেচ্ছাচারিতাসহ বিভিন্ন অনিয়মের প্রতিবাদে ও উপাচার্যের পদত্যাগের দাবিতে বেশ ক’দিন ধরেই আন্দোলন চালিয়ে আসছিলো শিক্ষক-শিক্ষার্থীরা। এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার অনশন কর্মসূচি পালনকালে আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগ হামলা চালায়। শিক্ষকদের ওপর এসিডও নিক্ষেপ করে হামলাকারীরা।
এর পর সন্ধ্যায় ক্যাম্পাসে সব ধরনের সমাবেশ-কর্মসূচির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে কর্তৃপক্ষ। পরিস্থিতি নিয়ে রাতে উপাচার্যের বাসভবনে একাডেমিক কাউন্সিলের সদস্যরা এক বৈঠকে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ করার সিদ্ধান্ত নেয়।

5/5 - (4 votes)