বিদেশে চাকরি

২০২৩ সালে রোমানিয়া ভিসা দেবে ১৫ হাজার বাংলাদেশি কর্মীকে

২০২৩ সালে রোমানিয়া ভিসা দেবে ১৫ হাজার বাংলাদেশি কর্মীকে। ৯ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সংবাদ সম্মেলনে জানিয়েছেন, চলতি বছরের মার্চ থেকে সেপ্টেম্বরের মধ্যে ১৫ হাজারেরও বেশি বাংলাদেশিকে ভিসা দেবে ইউরোপের দেশ রোমানিয়া। গত বছর (২০২২) রোমানিয়ার কনস্যুলারদের একটি দল ৩ মাস ঢাকায় অবস্থান করে প্রায় ৫৪০০ জনকে ভিসা দিয়েছিল।

রোমানিয়া ভিসা আপডেট ২০২৩

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরিনন সংবাদ সম্মেলনে জানান, রোমানিয়ার মিশন সফলভাবে পরিচালিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন রোমানিয়ার পররাষ্ট্রমন্ত্রীর কাছে একটি চিঠি দিয়ে তাঁকে আরও একটি কনস্যুলার মিশন পরিচালনার অনুরোধ করেন।

তিনি আরো জানান, অনুরোধের প্রেক্ষিতে রোমানিয়া বাংলাদেশিদের ভিসা দেওয়ার সুবিধার্থে ২০২৩ সালের মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৬ মাসের জন্য ঢাকায় একটি কনস্যুলার মিশন চালানোর আগ্রহ প্রকাশ করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয় ঢাকায় রোমানিয়ার কনস্যুলার মিশন পরিচালনার সব ব্যবস্থা করেছে ।

5/5 - (1 vote)

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page