শক্তি ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ প্রকাশিত হয়েছে। ক্ষুদ্রঋণ সংস্থা শক্তি ফাউন্ডেশন ফর ডিসএ্যাডভান্টেজড উইমেন ৪টি বিভাগে ১৩ ধরনের পদে মোট ৮৩৮টি পদে চাকরি দেবে।
এর মধ্যে মাইক্রোফাইন্যান্স প্রোগ্রামে (MFP) ট্রেইনি ক্রেডিট অফিসার পদে নিয়োগ দেয়া হবে ৪৪৫ জন। এই বিভাগের অন্যান্য পদগুলো হলো- অ্যাকাউন্টেন্ট (৮০টি পদ), এমই সুপারভাইজার (১০টি), শাখা ব্যবস্থাপক (৭০টি), এরিয়া সুপারভাইজার (২০টি), ফাইন্যান্স সুপারভাইজার (৮টি) ও রিজিওন হেড (৫টি)।
এছাড়া, ক্ষুদ্র উদ্যোগ ঋন কার্যক্রমে (SMEP) রিলেশনশিপ অফিসার (২০০টি পদ), সিনিয়র রিলেশনশিপ অফিসার (৫০টি পদ), এসএমই সুপারভাইজার (৩০টি পদ), এরিয়া কো-অর্ডিনেটর (১০টি পদ) ও কো-অর্ডিনেটর (৫টি পদ) পদে জনবল নিয়োগ দেয়া হবে।
হেলথ প্রোগ্রাম বিভাগে মেডিকেল অ্যাসিস্টেন্ট (চুক্তিভিত্তিক) নিয়োগ দেয়া হবে ৫০ জন।
লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ, সময় ও স্থান শক্তি ফাউন্ডেশনের নির্ধারিত মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
আবেদনের শেষ তারিখ : ২৮ ফেব্রুয়ারি ২০২২
শক্তি ফাউন্ডেশনে চাকরি ২০২২
এনজিও : | শক্তি ফাউন্ডেশন |
চাকরির ধরন : | বেসরকারি চাকরি (এনজিও) |
মোট পদ : | ৮৩৮ জন |
পদের ক্যাটাগরি : | ৪ বিভাগে ১৪ ক্যাটগরি |
প্রার্থীর বয়সসীমা : | ৩০-৪৮ বছর |
শিক্ষাগত যোগ্যতা | স্নাতক/স্নাতকোত্তর/ডিপ্লোমা (MATS) |
আবেদনের মধ্যম : | ডাকযোগে |
আবেদনের শেষ তারিখ | ২৮ ফেব্রুয়ারি ২০২২ |
শক্তি ফাউন্ডেশনের সাইট | www.shakti.org.bd/career |
শক্তি ফাউন্ডেশনে চাকরির পদের তালিকা
মাইক্রোফাইন্যান্স প্রোগ্রাম (MFP)
- ট্রেইনি ক্রেডিট অফিসার
- পদ সংখ্যা: ৩০০টি
- শিক্ষায় যোগ্যতা: স্নাতক
- বয়স: সর্বোচ্চ ৩২ বছর
- প্রশিক্ষন ভাতা: ১০,০০০ টাকা।
- প্রশিক্ষন পরবর্তি ভাতা: ২০,০০০ টাকা।
মাইক্রোফাইন্যান্স প্রোগ্রাম (MFP)
- অ্যাকাউন্টেন্ট
- পদ সংখ্যা: ৮০ টি
- শিক্ষায় যোগ্যতা: স্নাতক/স্নাতকোত্তর (অ্যাকাউন্টিং/ফিন্যান্স/ম্যানেজমেন্ট)
- বয়স: সর্বোচ্চ ৩২ বছর
- প্রশিক্ষন ভাতা: ২০,০০০ টাকা।
- প্রশিক্ষন পরবর্তি ভাতা: ২২,০০০ টাকা।
- এমই সুপারভাইজার
- পদ সংখ্যা: ১০টি
- শিক্ষায় যোগ্যতা: স্নাতক/স্নাতকোত্তর
- বয়স: সর্বোচ্চ ৪০ বছর
- প্রশিক্ষন ভাতা: ৩০,৩০০-৩৫,৭০০ টাকা।
- প্রশিক্ষন পরবর্তি ভাতা: ৩২,৮০০-৩৮,৩০০ টাকা।
- শাখা ব্যাবস্থাপক
- পদ সংখ্যা: ৭০ টি
- শিক্ষায় যোগ্যতা: স্নাতক/স্নাতকোত্তর
- বয়স: সর্বোচ্চ ৪২ বছর
- প্রশিক্ষন ভাতা: ৩০,৩০০-৩৬,০০০ টাকা।
- প্রশিক্ষন পরবর্তি ভাতা: ৩২,৮০০-৩৯,০০০ টাকা।
- এরিয়া সুপারভাইজার
- পদ সংখ্যা: ২০টি
- শিক্ষায় যোগ্যতা: স্নাতক/স্নাতকোত্তর
- বয়স: সর্বোচ্চ ৪৫ বছর
- প্রশিক্ষন ভাতা: ৪১,০০০-৪৪,০০০ টাকা।
- প্রশিক্ষন পরবর্তি ভাতা: ৪৪,০০০-৪৭,০০০ টাকা।
- ফাইন্যান্স সুপারভাইজার (অ্যাকাউন্টিং/ফিন্যান্স/ম্যানেজমেন্ট)
- পদ সংখ্যা: ০৮টি
- শিক্ষায় যোগ্যতা: স্নাতক/স্নাতকোত্তর
- বয়স: সর্বোচ্চ ৪০ বছর
- প্রশিক্ষন ভাতা: ৪০,৮০০-৪৫,৩০০ টাকা।
- প্রশিক্ষন পরবর্তি ভাতা: ৪৩,৮০০-৪৮,৩০০ টাকা।
- রিজিওন হেড
- পদ সংখ্যা: ০৫ টি
- শিক্ষায় যোগ্যতা: স্নাতক/স্নাতকোত্তর
- বয়স: সর্বোচ্চ ৪৮ বছর
- প্রশিক্ষন ভাতা: ৬০,৮০০-৬৩,৫০০ টাকা।
- প্রশিক্ষন পরবর্তি ভাতা: ৬৪,৮০০-৬৭,৫০০ টাকা।
ক্ষুদ্র উদ্রোগ ঋণ প্রোগ্রাম (SMEP)
- রিলেশনশীপ অফিসার
- পদ সংখ্যা: ২০০ টি
- শিক্ষায় যোগ্যতা: স্নাতক/স্নাতকোত্তর
- বয়স: সর্বোচ্চ ৩২ বছর
- প্রশিক্ষন ভাতা: ২০,৫০০ টাকা।
- প্রশিক্ষন পরবর্তি ভাতা: ২৫,০০০ টাকা।
- সিনিয়র রিলেশনশীপ অফিসার
- পদ সংখ্যা: ৫০ টি
- শিক্ষায় যোগ্যতা: স্নাতক/স্নাতকোত্তর
- বয়স: সর্বোচ্চ ৩৫ বছর
- প্রশিক্ষন ভাতা: ২৪,৫০০ টাকা।
- প্রশিক্ষন পরবর্তি ভাতা: ২৭,০০০ টাকা।
- এসএমই সুপারভাইজার
- পদ সংখ্যা: ৩০ টি
- শিক্ষায় যোগ্যতা: স্নাতক/স্নাতকোত্তর
- বয়স: সর্বোচ্চ ৩৫ বছর
- প্রশিক্ষন ভাতা: ২৪,৫০০-৩০,৫০০ টাকা।
- প্রশিক্ষন পরবর্তি ভাতা: ২৭,৫০০-৩৩,০০০ টাকা।
- এরিয়া কো-অর্ডিনেটর
- পদ সংখ্যা: ১০ টি
- শিক্ষায় যোগ্যতা: স্নাতক/স্নাতকোত্তর
- বয়স: সর্বোচ্চ ৪৫ বছর
- প্রশিক্ষন ভাতা: ৪৩,০০০-৪৮,০০০ টাকা।
- প্রশিক্ষন পরবর্তি ভাতা: ৪৬,৫০০-৫২,৫০০ টাকা।
- কো-অর্ডিনেটর
- পদ সংখ্যা: ০৫ টি
- শিক্ষায় যোগ্যতা: স্নাতক/স্নাতকোত্তর
- বয়স: সর্বোচ্চ ৪৫ বছর
- প্রশিক্ষন ভাতা: ৫৫,০০০-৬৫,৫০০ টাকা।
- প্রশিক্ষন পরবর্তি ভাতা: ৫৮,০০০-৭০,০০০ টাকা।
হেলথ প্রোগ্রাম (Health program)
- মেডিকেল অ্যসিস্ট্যান্ট প্যারামেডিক (চুক্তি ভিত্তিক)
- পদ সংখ্যা: ৫০ টি
- শিক্ষায় যোগ্যতা: মেডিকেল ইনস্টিটিউট থেকে ৪ বছরের MATS (Diploma)
- অথবা ২ বছরের প্যারামেডিক কোর্স সম্পন্ন হতে হবে।
- বয়স: সর্বোচ্চ ৪৫ বছর
- মাসিক বেতন: ১৮,০০০ টাকা।
আবেদনের শেষ তারিখ : ২৮ ফেব্রুয়ারি ২০২২
আবেদন ডাকযোগে পাঠানোর ঠিকানা
শক্তি ফাউন্ডেশনে চাকরির আবেদন পাঠানোর ঠিকানা : সিনিয়র ডিরেক্টর, এইচআর ডিপার্টমেন্ট, শক্তি ফাউন্ডেশন ফর ডিজএ্যাডভান্টেজস উইমেন, বাড়ি নম্বর-৪, রোড নম্বর-১ (মেইন রোড), ব্লক-এ, সেকশন-১১, মিরপুর, পল্লবী, ঢাকা-১২১৬।
আবেদন পাঠানোর নিয়ম ও অন্যান্য বিস্তারিত তথ্য জানতে বিজ্ঞপ্তিটি দেখুন।
শক্তি ফাউন্ডেশনের নিয়োগ সংক্রান্ত বিস্তারিত জানতে ভিজিট করুন : https://www.shakti.org.bd/career
শক্তি ফাউন্ডেশনে চাকরি ২০২২ – Shakti foundation job circular 2022

Source : Prothom Alo, 21-1-2022
>> Shakti foundation job circular 2022 download link : https://www.shakti.org.bd/assets/img/career/image_cdbe65c1-cabf-434c-aea6-da565a2430bb20220121_095120.jpg
>> সরকারি-বেসরকারি, সামরিক বাহিনী, ব্যাংক, এনজিও ও অন্যান্য প্রতিষ্ঠানের সাম্প্রতিক চাকরির বিজ্ঞপ্তি ও দরকারি তথ্য পেতে এই লিংকে ক্লিক করুন : https://edudaily24.com/chakri
>> ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখুন : youtube.com/edudaily24
Onek valo lagse apnader edudaily24 website ti
& ami Facebook er maddhome apnader circular &
Link share korlam
Vobisshote apnader sathe kaj korar agroho ase