শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সিভিল এন্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট গত বছরের মত এবারও একটি আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে। ‘Intrnational Conference on Environmental Technology and Construction engineering for Sustainable Development 2012 (ICETCESD2012)’ শীর্ষক এ সম্মেলনে ১০ থেকে ১২ টি দেশের প্রতিনিধি অংশ নিবে। এতে আলোচনা হবে পরিবেশ প্রযুক্তি, নির্মান প্রকৌশল এবং এর সাথে টেকসই উন্নয়নের সম্পর্কসহ আরো কিছু বিষয়ে। আগামী ১০ থেকে ১২ মার্চ গুরুত্বপূর্ন প্রবন্ধ উপস্থাপনের পর্বও থাকছে এ সম্মেলনে। আলোচনায় প্রাধান্য পাবে পরিবেশ ও এর সাথে সংশ্লিষ্ট বিষয়গুলো। আয়োজকরা জানায়, আশেপাশে ঘটে যাওয়া নির্মানযজ্ঞের খুঁটিনাটি কিংবা তৃতীয় বিশ্বের উন্নয়নশীল দেশের জন্য দরকারি ও কার্যকরি উন্নয়ন সম্পর্কে স্বচ্ছ ধারনা পাবে অংশগ্রহনকারীরা।
লিখেছেন : সাঈদ তাশনিম মাহমুদ, শাবিপ্রবি
শাবিপ্রবিতে আন্তর্জাতিক সম্মেলন
Edu Daily 24 - Bangladesh-based popular education & job related site
Leave a review
Leave a review