শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ইংরেজি বিভাগের প্রধানকে আতীউল্লাহকে অব্যাহতি দেওয়া হয়েছে আজ (২৯ সেপ্টেম্বর)। বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন।
মো. আতীউল্লাহকে অব্যাহতি দেওয়ায় রোববার থেকে ক্লাসে ফেরার ঘোষণা দিয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীরা।
এর আগে, ফল প্রকাশ ও ক্লাস শুরুতে বিলম্ব এবং স্বজনপ্রীতির অভিযোগ এনে ইংরেজি বিভাগীয় প্রধানকে অপসারণের দাবি জানিয়ে আসছিল আন্দোলনরত শিক্ষার্থীরা। এ দাবিতে ২৬ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্যকেও অবরুদ্ধ করেছিল শিক্ষার্থীরা।
>> ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখুন : youtube.com/edudaily24