শাবিপ্রবি : আন্তর্জাতিক সম্মেলন শুরু
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) আজ (শুক্রবার) থেকে শুরু হয়েছে গবেষণা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন। ‘ইন্টারন্যাশন্যাল কনফারেন্স অন ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনোভেশন এন্ড এডুকেশন’ (আসিইআরআই) শীর্ষক তিন দিনব্যাপী এ সম্মেলনে দেশি-বিদেশি গবেষক, প্রযুক্তিবিদ ও প্রকৌশলীরা অংশ নিচ্ছেন।
এ সম্মেলনের আয়োজন করেছে ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ। শাবিতে তৃতীয় বারের মত ‘ ইন্টারন্যাশন্যাল কনফারেন্স অন ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনোভেশন এন্ড এডুকেশন’ (আসিইআরআই) আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করেছে।
এ সম্মেলনে গবেষণা প্রবন্ধ উপস্থাপনের পাশাপশি কারিগরি পর্বের আয়োজন করা হয়েছে। দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও এসেছেন এ সম্মেলনে।