শাবিপ্রবি : আসন বিন্যাস প্রকাশ, সিটপ্রতি লড়বে ৩৫ জন
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ২০১৩-১৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার রোল নম্বরের ক্রম অনুসারে আসন বিন্যাস প্রকাশ করা হয়েছে। ২১ মার্চ (শুক্রবার) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ সিলেট নগরীর ২২টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকাল ৯টায় ‘এ’ ইউনিট এবং বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা।
এবারের ভর্তি পরীক্ষায় মোট ১,৪০০ আসনে ভর্তির জন্য ৪৯,৪৪২ শিক্ষার্থী আবেদন করেছেন। অর্থাৎ প্রতি আসনে প্রতিযোগিতা করবে ৩৫ জন শিক্ষার্থী।
ওয়েবসাইট ও এসএমএসে সিট জানা যাবে :
ভর্তি পরীক্ষার আসন বিন্যাস (সিট প্ল্যান) বিশ্বদ্যালয়ের ওয়েবসাইট বা যেকোনো মোবাইল অপারেটর থেকে SUST< space >SEAT< space >Your-Admission-Roll and send to 2323 লিখে এসএমএস পাঠিয়ে জানা যাবে। ০১৫৫৫৫৫৫০০১-৫ নম্বরে ফোন করে ভর্তিসংক্রান্ত যেকোনো তথ্য জানা যাবে।
অাসন বিন্যাস :
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সামাজিক বিজ্ঞান ও ব্যবসায় প্রশাসন অনুষদ (এ ইউনিট) এর বিজ্ঞান শাখা ১৬১০০০১ থেকে ১৬১৩৭৪৫ পর্যন্ত রোল এর আসন বন্টন করা হয়েছে। এ ছাড়া বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজে ১৬১৩৭৪৬ থেকে ১৬১৫১৯২, দি এইডেড হাইস্কুলে ১৬১৫১৯৩ থেকে ১৬১৫৬২৮ এবং ২৬১০০০১ থেকে ২৬১০৯০২, এ ইউনিট এর মানবিক শাখা থেকে ব্লু বার্ড স্কুল অ্যান্ড কলেজে (মূল ক্যাম্পাস) ১৭১০০০১ থেকে ১৭১১৩২২, ব্লু বার্ড স্কুল অ্যান্ড কলেজে (জুনিয়র ক্যাম্পাস) ১৭১১৩২৩ থেকে ১৭১১৯৮৩, ওসমানী মেডিক্যাল কলেজে ১৭১১৯৮৪ থেকে ১৭১৩৯৮৪, মদন মোহন কলেজ (মূল ক্যাম্পাস) ১৭১৩৯৮৫ থেকে ১৭১৫২৭১, সিলেট সরকারি মহিলা কলেজে ১৭১৫২৭২ থেকে ১৭১৬৬৯২, আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজে ১৭১৬৬৯৩ থেকে ২৭১০৮১২ ‘এ’ ইউনিট এর ব্যবসা প্রশাসন শাখা থেকে এমসি কলেজে ১৮১০০০১ থেকে ১৮১৩৫০২, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ১৮১৩৫০৩ থেকে ১৮১৪৩৫২, টিচার্স ট্রেনিং কলেজে ১৮১৪৩৫৩ থেকে ১৮১৪৮৫৩, সিলেট অগ্রগামী গার্লস স্কুল অ্যান্ড কলেজে ১৮১৪৮৫৪ থেকে ২৮১০১১১, লিডিং ইউনিভার্সিটি (সুরমা টাওয়ার) ২৮১০১১২ থেকে ২৭১১৬০৬ পর্যন্ত।
অন্যদিকে, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিজ্ঞান অনুষদ (‘বি’ ও ‘বি-১’ ইউনিট) এর ১৩১০০০১ থেকে ১৩১০৬২৬, ১৩১০৬৩৩ থেকে ১৩১০৮০৪, ১৪১১৮১৫, ১৪১১৮২২ থেকে ১৪১১৮৩৩, ২৩১০০০১ থেকে ২৩১০১০৪, ২৩১০১০৮ থেকে ২৩১০১৮৩, ২৩১০১৮৪ থেকে ২৩১০২২৪, ২৪১০৬৮৩, ২৪১০৭০৬, ২৪১০৭৪১, ২৪১০৭৪৭, ২৪১০৭৪৮, ১৪১০০০১ থেকে ১৪১১৬৫৯, ১৪১১৬৬৪ থেকে ১৪১১৮১৪, ১৪১১৮১৬ থেকে ১৪১১৮২১, ২৪১০০০১ থেকে ২৪১০৬৭২, ২৪১০৬৭৩ থেকে ২৪১০৬৮২, ২৪১০৬৮৪ থেকে ২৪১০৭০৫, ২৪১০৭০৭ থেকে ২৪১০৭১৯, ২৪১০৭২০ থেকে ২৪১০৭৪০, ২৪১০৭৪২থেকে ২৪১০৭৪৬, ২৪১০৭৪৯ থেকে ২৪১০৭৫০, ১২১০০০১ থেকে ১২১১১১৯, ২২১৫৮৮৩ থেকে ২২১৫৮৮৭, ২২১৫৮৮৯ থেকে ২২১৫৮৯১, ২২১৫৮৯৩ থেকে ২২১৫৮৯৫, ২২১৫৯০৫, ২২১৫৯২২, ২২১৫৯২৫ পর্যন্ত রোল এর আসন বণ্টন করা হয়েছে।
এ ছাড়া জালালাবাদ রাগীব রাবেয়া মেডিক্যাল কলেজে ১২১১১২০ থেকে ১২১২৭৭৭, ওসমানী মেডিক্যাল কলেজে ১২১২৭৭৮ থেকে ১২১৪৭৮৯, মদন মোহন কলেজ মেইন ক্যাম্পাসে ১২১৪৭৯০ থেকে ১২১৬১৭৮, সিলেট উইমেন্স মেডিক্যাল কলেজে ১২১৬১৭৯ থেকে ১২১৬৫৩৬, ১২১৬৫৩৭ থেকে ১২১৬৫৪০, ১২১৬৫৪২ থেকে ১২১৬৫৭৭ এবং ১২১৬৫৭৮ থেকে ১২১৭৫৮৭, সিলেট অগ্রগামী গার্লস স্কুল অ্যান্ড কলেজে ১২১৭৫৮৮ থেকে ১২১৮৫৯৯, সিলেট উইমেন্স মেডিক্যাল কলেজে ১২১৮৬০০ থেকে ১২১৮৮৩২, ১২১৮৮৩৪ থেকে ১২১৯৩৬৫, এমসি কলেজে ১২১৯৩৬৬ থেকে ১২২২২২৪, ১২২২২২৬ থেকে ১২২২৯১৩, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ১২২২৯১৪ থেকে ১২২৩৭৮১, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ১২২৩৭৮২ থেকে ১২২৫০১৪, ১২২৫০১৬ থেকে ১২২৫২৩২, ১২২৫২৫৩ থেকে ১২২৫২৭৪, ১২২৫২৮৫ থেকে ১২২৫২৮৬, ১২২৫৩৪৯, ১২২৫৩৫৯ থেকে ১২২৫৩৬০, ১২২৫৩৬৬ থেকে ১২২৫৩৭২, ২২১০০০২, ২২১০০০৪ থেকে ২২১০১০৭, ২২১০১০৯ থেকে ২২১০১৭৮, ২২১০১৮০ থেকে ২২১০২০৪, ২২১০২১০ থেকে ২২১০৪১৭, আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজে ২২১০৪১ থেকে ২২১০৬৬৩, ২২১০৬৬৬ থেকে ২২১০৬৭৬, ২২১০৬৭৯ থেকে ২২১০৮৮২, ২২১০৮৮৫ থেকে ২২১০৯২২, ২২১০৯২৫ থেকে ২২১০৯৭৯, ২২১০৯৮২, ২২১০৯৮৪ থেকে ২২১১০২৫, ২২১১০২৮ থেকে ২২১১১১৮, ২২১১১২৫ থেকে ২২১১১৫৮, ২২১১১৬০ থেকে ২২১১১৬৫, ২২১১১৭২ থেকে ২২১১২৪২, ২২১১২৪৬ থেকে ২২১১৩০১, ২২১১৩০৪ থেকে ২২১১৩২১, ২২১১৩২৩ থেকে ২২১১৫৭৪, ২২১১৫৭৬ থেকে ২২১১৭৬২, ২২১১৭৬৬ থেকে ২২১১৭৮০, ২২১১৭৮৫ থেকে ২২১১৮৬৩, ২২১১৮৬৫ থেকে ২২১১৯৬১, ২২১১৯৬৩ থেকে ২২১১৯৭১, ২২১১৯৭৪ থেকে ২২১২১৩০, ২২১২১৩৬ থেকে ২২১২২৭৪, ২২১২২৭৯ থেকে ২২১২২৯২, ২২১২২৯৭ থেকে ২২১২৪৩৩, ২২১২৪৪১ থেকে ২২১২৪৪৬, ২২১২৪৫৮ থেকে ২২১২৪৯৮, ২২১২৫০৩ থেকে ২২১২৫২২, ২২১২৫২৬ থেকে ২২১২৬১২, ২২১২৬১৪ থেকে ২২১২৬২৪, ২২১২৬২৮ থেকে ২২১২৬৭৩, ২২১২৬৭৫ থেকে ২২১২৭৩৪, ২২১২৭৩৯ থেকে ২২১২৭৭১, মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে ২২১২৭৭৬ থেকে ২২১২৮৬৭, ২২১২৮৬৯ থেকে ২২১৩০০১, ২২১৩০০৫ থেকে ২২১৩০৩২, ২২১৩০৩৪ থেকে ২২১৩০৩৭, ২২১৩০৪০ থেকে ২২১৩০৬৭, ২২১৩০৬৯ থেকে ২২১৩১২৮, ২২১৩১৩১ থেকে ২২১৩১৮৬, ২২১৩১৯১ থেকে ২২১৩২৯৭, ২২১৩৩০০ থেকে ২২১৩৪১১, ২২১৩৪১৩ থেকে ২২১৩৪৮৩, ২২১৩৪৯০ থেকে ২২১৩৫১৬, ২২১৩৫২৫ থেকে ২২১৩৫৩৪, ২২১৩৫৩৭ থেকে ২২১৩৫৭৭, ২২১৩৫৮০ থেকে ২২১৩৬০৬, ২২১৩৬০৮ থেকে ২২১৩৭৭৮, ২২১৩৭৮৫ থেকে ২২১৩৮২০, ২২১৩৮২৩ থেকে ২২১৩৮৩৪, ২২১৩৮৩৮, ২২১৩৮৪১ থেকে ২২১৩৯২৬, ২২১৩৯২৯ থেকে ২২১৩৯৩০, ২২১৩৯৩৩, ২২১৩৯৪১ থেকে ২২১৪০১১, ২২১৪০১৮ থেকে ২২১৪০৪৩, ২২১৪০৪৭ থেকে ২২১৪১০৬, ২২১৪১০৯ থেকে ২২১৪১৪৬, ২২১৪১৫০ থেকে ২২১৪১৬৬, ২২১৪১৬৯ থেকে ২২১৪১৭৬, ২২১৪১৭৮ থেকে ২২১৪২৮৩, ২২১৪২৮৫ থেকে ২২১৪৩৩৩, ২২১৪৩৩৫ থেকে ২২১৪৩৮০, ২২১৪৩৮২ থেকে ২২১৪৪৬১, ২২১৪৪৬৪ থেকে ২২১৪৬২৫, লিডিং ইউনিভার্সিটিতে ২২১৪৬২৭ থেকে ২২১৪৭০৬, ২২১৪৭১১ থেকে ২২১৪৮৬০, ২২১৪৮৬৪ থেকে ২২১৫১১১, ২২১৫১১৬ থেকে ২২১৫১৫২, ২২১৫১৫৬ থেকে ২২১৫৫৬৬, ২২১৫৫৭৭ থেকে ২২১৫৮১১, ২২১৫৮১৩, ২২১৫৮১৫, ২২১৫৮২৩, ২২১৫৮২৫, ২২১৫৮২৭, ২২১৫৮৩৬, ২২১৫৮৩৮, ২২১৫৮৪৯, ২২১৫৮৫৬, ২২১৫৮৫৭, ২২১৫৮৬০, ২২১৫৮৬১, ২২১৫৮৭০, ২২১৫৮৭৩, ২২১৫৮৭৭, ২২১৫৮৮০, ২২১৫৮৮৮, ২২১৫৮৯২, ২২১৫৮৯৬ থেকে ২২১৫৯০৪, ২২১৫৯০৬ থেকে ২২১৫৯২১, ২২১৫৯২৩ থেকে ২২১৫৯২৪, ২২১৫৯২৬ থেকে ২২১৫৯৩১, ১১১০০০১ থেকে ১১১১১৪২, বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজে ১১১১১৪৩ থেকে ১১১২৫৭৬, ব্লু বার্ড স্কুল অ্যান্ড কলেজে (মূল ক্যাম্পাস) ১১১২৫৭৭ থেকে ১১১৩৯২৩, ব্লু বার্ড স্কুল অ্যান্ড কলেজে (জুনিয়র ক্যাম্পাস) ১১১৩৯২৪ থেকে ১১১৪৫৯২, সিলেট মডেল স্কুল অ্যান্ড কলেজে ১১১৪৫৯৩ থেকে ১১১৫৭২৩, দি এইডেড হাই স্কুলে ১১১৫৭২৪ থেকে ১১১৬৪৪৮, সিলেট সরকারি কলেজে ১১১৬৪৪৯ থেকে ১১১৭৬৩৭, ১২১৬৫৪১, ১২১৮৮৩৩, ১২২২২২৫, ১২২৫২৭৫ থেকে ১২২৫২৮৪, ১২২৫২৮৭ থেকে ১২২৫৩৪৮, ১২২৫৩৫০ থেকে ১২২৫৩৫৮, ১২২৫৩৬১ থেকে ১২২৫৩৬৫, ২১১
০০০২ থেকে ২১১০০৯১, টিচার্স ট্রেনিং কলেজে ২১১০০৯২ থেকে ২১১০৭১৪, ২১১০৭১৬ থেকে ২১১০৮৩৯, সরকারি আলিয়া মাদ্রসায় ২১১০৮৪০ থেকে ২১১১০২৯, ২১১১০৩১ থেকে ২১১১৪৪৩, ২১১১৪৪৫ থেকে ২১১১৫৯৫, ২১১১৫৯৭ থেকে ২১১১৭৯৯, ২১১১৮০১ থেকে ২১১১৯৫০, ২১১১৯৫৩ থেকে ২১১২০২৬, ২১১২০২৮ থেকে ২১১২১৬৮, ২১১২১৭০ থেকে ২১১২৩২২, ২১১২৩২৪ থেকে ২১১২৩৯৩, ২১১২৩৯৮ থেকে ২১১২৪৬৪, ২১১২৪৬৭ থেকে ২১১২৫৫২, ২১১২৫৫৪ থেকে ২১১২৬৪৪, ২১১২৬৪৭ থেকে ২১১২৭৬৮, ২১১২৭৭০ থেকে ২১১৩০০৩, ২২১০০০৩, ২২১০১৭৯, ২২১০৬৭৭, ২২১০৯২৩, ২২১০৯৮০, ২২১১০২৭, ২২১১১১৯, ২২১১১৫৯ সহ বাকি ৯০টি আসন বিন্যাস করা হয়েছে।