শাবিপ্রবি খুলে দেয়ার দাবিতে মানববন্ধন

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) খুলে দেয়ার দাবিতে আজ (সোমবার) মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে তারা মানববন্ধনে অংশ নেয়।
শিক্ষার্থীদের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রায় শতাধিক সাধারণ শিক্ষার্থী আধ ঘণ্টাব্যাপী মানববন্ধনে অংশ নেয়।
আগামী বৃহস্পতিবারের মধ্যে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়াসহ পাঁচ দফা দাবি উত্থাপন করা হয় মানববন্ধনে।
মানববন্ধন শেষে গণস্বাক্ষরযুক্ত স্মারকলিপি দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।