শাবিপ্রবি : পুনর্মিলনীর তারিখ আবারও পেছালো


এডু ডেইলি ২৪ প্রকাশ: ডিসেম্বর ২৮, ২০১১, ৮:৩৯ পূর্বাহ্ন / আপডেট: সেপ্টেম্বর ১, ২০২৪, ১:১০ অপরাহ্ন / ১৪
শাবিপ্রবি : পুনর্মিলনীর তারিখ আবারও পেছালো

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) প্রাক্তন শিক্ষার্থীদের  পুনর্মিলন উৎসবের তারিখ আবারও পেছালো। প্রথমবারের মতো আয়োজন করা এ উৎসবের নতুন তারিখ ৯ থেকে ১১ ফেব্রুয়ারি ২০১১। গতকাল এক বিজ্ঞপ্তিতে আয়োজক কমিটি নতুন তারিখ ঘোষণা করে। বিশ্ব ইজতেমা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হতাহতের ঘটনার কারণে  আয়োজনটি পেছানোর হয় বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে। শাবিপ্রবির আগ্রহী শিক্ষার্থীরা এতে অংশ নিতে নিবন্ধন করতে হবে ১০ জানুয়ারি মধ্যে। আগের ঘোষণা অনুযায়ী পুনর্মিলনী ১৯ জানুয়ারি শুরু হওয়ার কথা ছিল। ঢাকা, সিলেট, কুমিল্লা, চট্টগ্রাম, রাজশাহী ও জামালপুরে নির্ধারিত পয়েন্ট থেকে নিবন্ধনের সুবিধা পাবে শিক্ষার্থীরা। বিস্তারিত জানতে ভিজিট করুন-www.sustreunion2012.com/register । ই-মেইলেও ([email protected]) জানতে পারবেন যেকোন তথ্য।

Rate this post