বৃত্তি

শাহজালাল ইসলামী ব্যাংক শিক্ষাবৃত্তি ২০২২

শাহজালাল ইসলামী ব্যাংক শিক্ষাবৃত্তি ২০২২ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। শাহজালাল ইসলামী ব্যাংকের নিয়মিত শিক্ষা বৃত্তি কার্যক্রমের আওতায় ‌শাহজালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন ২০২১ সালের মাধ্যমিক (এসএসসি) / সমমান ও উচ্চ মাধ্যমিক (এইচএসসি) / সমমান পরীক্ষায় উত্তীর্ণ অসচ্ছল মেধাবী ছাত্র-ছাত্রীদের ( এইচএসসি / সমমান ও ব্যাচেলর ডিগ্রি/ সমমান পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থী) বৃত্তি দেবে।

  • আবেদনের শেষ তারিখ : ১৭ আগস্ট ২০২২

বৃত্তি আবেদনের শর্তাবলী

  • বৃত্তির জন্য নির্ধারিত ফরমে (ফরম ডাউনলোড লিংক নিচে দেয়া আছে) আবেদন করতে হবে। এই ফরমের ৩ নম্বর পৃষ্ঠায় ক্রমিক নম্বর ২০-এ বর্ণিত প্রয়োজনীয় কাগজপত্র আবেদন ফরমের সঙ্গে যুক্ত করতে হবে।
  • উপরোক্ত তথ্যাবলির কোন একটি অসম্পূর্ণ থাকলে অথবা অন্য কোন প্রতিষ্ঠান থেকে বৃত্তিপ্রাপ্ত প্রমানিত হলে আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।
  • পিতা মাতার মাসিক আয় ১৫০০০ টাকার বেশি হলে আবেদন করা যাবে না।
  • ফর্মে দেয়া কোন তথ্য ভুল বা মিথ্যা প্রমাণিত হলে বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীর বৃত্তি বাতিল বলে গণ্য হবে।
  • বৃত্তি প্রদানের ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।

বিভাগীয় শহর বা সিটি কর্পোরেশনের এলাকার শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে :

  • বিজ্ঞান বিভাগ : জিপিএ থাকতে হবে- ৫.০০
  • অন্যান্য বিভাগ : জিপিএ থাকতে হবে-৪.৮০

সিটি কর্পোরেশন এলাকার বাইরের শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে :

  • বিজ্ঞান বিভাগ : জিপিএ থাকতে হবে-৪.৮০
  • অন্যান্য বিভাগ : জিপিএ থাকতে হবে-৪.৫০

আবেদন ফরম


শাহজালাল ইসলামী ব্যাংক শিক্ষাবৃত্তি আবেদন ফরম এই লিংক থেকে ডাউনলোড করা যাবে : http://www.sjiblbd.com/download/scholarshipform2021.pdf

সঠিকভাবে পূরণকৃত আবেদনপত্র ও অন্যান্য কাগজপত্রাদি একসাথে স্টাপল করে ডাক/কুরিয়ার যোগে অথবা সরাসরি নিম্নোক্ত ঠিকানায় পৌছাতে হবে :

হেড অব ফাউন্ডেশন, শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড, ‘শাহজালাল ইসলামী ব্যাংক টাওয়ার’, প্লট নংঃ ৪, ব্লকঃ সিডব্লিউএন(সি), গুলশান এভিনিউ, গুলশান, ঢাকা-১২১২

শিক্ষাবৃত্তি ফলাফল

শিক্ষাবৃত্তি ফলাফল যথাসময়ে শাহজালাল ইসলামী ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে (www.sjiblbd.com) প্রকাশ করা হবে।

শিক্ষাবৃত্তির পরিমান ও সময়কাল

বিজ্ঞপ্তিতে শিক্ষাবৃত্তির পরিমাণ উল্লেখ করা হয়নি। তবুও শিক্ষার্থীদের ধারণা দেয়ার জন্য এখানে সম্ভাব্য পরিমাণ উল্লেখ করা হলো।

শিক্ষার স্তর : এইচএসসি

  • সময়কাল : ২ বছর
  • মাসিক বৃত্তি : ২০০০ টাকা
  • প্রাথমিক অনুদান : পাঠ্য উপকরণের জন্য এককালীন ৬০০০ টাকা ও অনুষ্ঠান স্থলে আসা-যাওয়ার জন্য ১০০০ টাকা

শিক্ষার স্তর : স্নাতক (অনার্স, এমবিবিএস, ডিভিএম, আরকিটেক)

  • সময়কাল : ৩-৫ বছর
  • মাসিক বৃত্তি : ২৫০০ টাকা
  • প্রাথমিক অনুদান : পাঠ্য উপকরণের জন্য এককালীন ৬০০০ টাকা ও অনুষ্ঠানস্থলে আসা-যাওয়ার জন্য ১০০০ টাকা

Shahjalal islami bank scholarship 2022

shahjalal scholarship program 2021
Shahjalal Bank Scholarship Program 2021

Rate this post

Related Articles

4 Comments

  1. আবেদন ফরম টা pdf লিংকে ক্লিক করেও পাচ্ছি না।

  2. আসসালামুয়ালাইকুম আমাকে একটা চাকরি দিন যাতে আমি আমার বাবা মায়ের সামনে সশিখিত হতে পারি

  3. এসএসসির প্রয়োজনীয় কাগজ-পত্র আমাদের কলেজের বিসিএস ক্যাডার শিক্ষক সত্যায়িত করলে হবে? নাকি যেই স্কুল থেকে এসএসসি পাস করেছি সেই স্কুলের প্রধান শিক্ষকের সত্যায়িত করতে হবে? । আমার বর্তমান বাসস্থান থেকে স্কুল অনেক দূরে ,ফলে স্কুল প্রধান শিক্ষক থেকে সত্যায়িত করা অনেক কষ্টকর হবে। কিন্তু আমার কলেজর বিসিএস ক্যাডার শিক্ষকদের দ্বারা সত্যায়িত করা আমার পক্ষে খুবই সহজ হবে।আরেকটা প্রশ্ন হল, বৃত্তির টাকা কেন মাধ্যমে পাব? দয়া করে একটু জানাবেন। চাহিত জিপিএ কি ৪র্থ বিষয় ছাড়াই?
    Contact : 01877953200

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page