শিক্ষক নিবন্ধন পরীক্ষা ১২ জুন

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) অধীনে বেসরকারি স্কুল-কলেজে নিয়োগের জন্য ১২তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (প্রিলিমিনারি) ১২ জুন (শুক্রবার) অনুষ্ঠিত হবে।
স্কুল পর্যায়ের পরীক্ষা সকাল ১০টায় এবং কলেজ পর্যায়ের পরীক্ষা ওই দিন বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে। পরীক্ষার সময়কাল ১ঘণ্টা।
এবার প্রায় সাড়ে ৫ লাখ ৩২ হাজার ৫২২ জন প্রার্থী অংশ নিবে বলে জানা গেছে। এর মধ্যে স্কুল পর্যায় ও স্কুল পর্যায়-২ এর প্রার্থী সংখ্যা ৩ লাখ ৫২ হাজার ১৩ জন এবং কলেজ পর্যায়ে ১ লাখ ৮০ হাজার ৫০৯ জন।
এবারই প্রথম প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষা পৃথক দিনে নেওয়া হচ্ছে। ১০০ নম্বরের প্রিলিমিনারিতে এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণরা লিখিত পরীক্ষায় অংশ নিতে পারবেন। পরীক্ষা শেষ হওয়ার কয়েক দিনের মধ্যে প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল ঘোষণা হবে বলে জানিয়েছে এনটিআরসিএ কর্তৃপক্ষ।