চাকরির খবর

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের ফলাফল প্রকাশ

বহু প্রতিক্ষার পর অবশেষে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। মোট ৫৫,২৯৫ জন প্রার্থী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।

আজ (রবিবার, ১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ ফলাফল প্রকাশ করা হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক ড. এ এফ এম মনজুর কাদির গণমাধ্যমকে জানান, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘সহকারী শিক্ষক নিয়োগ-২০১৮’ এর ৬৩ জেলার লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।

উত্তীর্ণ প্রার্থীদের মোবাইলে এসএমএসের মাধ্যমে ফলাফল জানানো হবে। এছাড়া প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে ( www.dpe.gov.bd ) ফলাফল পাওয়া যাবে।

>> সব জেলার ফলাফল একত্রে পাওয়া যাবে এই লিংকে : edudaily24.com/files/dpe-result-all-15-9-2019.pdf

>> ৬১ জেলার ফলাফলের জেলাভিত্তিক তালিকা pdf ফরমেটে পেতে ক্লিক করুন : edudaily24.com/files/dpe

উল্লেখ্য, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার প্রথম ধাপ গত ২৪ মে, দ্বিতীয় ধাপ ৩১ মে, তৃতীয় ধাপ ২১ জুন এবং চতুর্থ ধাপের পরীক্ষা ২৮ জুন অনুষ্ঠিত হয়।
গত বছরের ৩০ জুলাই ‘সহকারী শিক্ষক’ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। গত ১ থেকে ৩০ আগস্ট পর্যন্ত অনলাইনে আবেদন কার্যক্রম শেষ হয়।
১২ হাজার আসনের বিপরীতে সারাদেশ থেকে ২৪ লাখ ৫ জন প্রার্থী আবেদন করেন। সে হিসাবে প্রতি আসনে প্রায় ২০০ প্রার্থী লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেন।

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।