১১৯৯ পদে শিক্ষক নিয়োগ সুপারিশ শিগগির

৬০৪টি স্কুল ও মাদরাসায় ১,১৯৯টি পদে শিগগিরই শিক্ষক নিয়োগের সুপারিশ করা হবে। দু-একদিনের মধ্যে এসব পদে শিক্ষক নিয়োগের সুপারিশ করা হবে বলে জানা গেছে। এসব পদে নিয়োগের জন্য ১৩,২৭৬টি আবেদন জমা পড়েছে। প্রার্থী বাছাইয়ের কাজ প্রায় শেষ পর্যায়ে। এনটিআরসিএ’র একাধিক কর্মকর্তা গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন।  

উল্লেখ্য, গত ৭ জানুয়ারি ২০২০ তারিখে ৬০৪টি স্কুল ও মাদরাসায় ১,১৯৯টি পদে শিক্ষক নিয়োগের জন্য বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।
এরপর ৮-২২ জানুয়ারি ২০২২ এসব পদে আবেদন গ্রহণ করা হয়।