শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বেড়েছে ৩১ আগস্ট পর্যন্ত


এডু ডেইলি ২৪ প্রকাশ: জুলাই ৩০, ২০২১, ১২:২৪ পূর্বাহ্ন / আপডেট: সেপ্টেম্বর ১, ২০২৪, ১:৩৪ অপরাহ্ন /
শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বেড়েছে ৩১ আগস্ট পর্যন্ত

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বেড়েছে ৩১ আগস্ট ২০২১ পর্যন্ত। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় চলমান এই ছুটি বাড়ানো হয়েছে বলে ২৯ জুলাই ২০২১ তারিখে শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ছুটিকালীন সময়ে দেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান এবং এবতেদায়ি ও কওমি মাদরাসা বন্ধ থাকবে। কঠোর লকডাউন কার্যকর থাকায় শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী ও অভিভাবকদের স্বাস্থ্য-সুরক্ষা ও সার্বিক নিরাপত্তা বিবেচনায় এবং কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় পরামর্শক কমিটির সঙ্গে পরামর্শক্রমে ছুটি বাড়ানোর এই সিদ্ধান্ত নেয়া হয়।

উল্লেখ্য, দেশের করোনা শনাক্ত হয় গত বছরের (২০২০) ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার। দফায় দফায় তা বাড়ানো হয়।

Rate this post