ঢাকার ১০০ শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্রি ওয়াইফাই জোন

Rate this post

১২ জানুয়ারি থেকে রাজধানী ঢাকার ১০০টি শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্রি ওয়াইফাই জোন চালু হচ্ছে। সচিবালয়ের ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সম্মেলন কক্ষে এ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

  উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।

২০১৮ সালে এ সংক্রান্ত প্রকল্প হাতে নেওয়া হয়। এ প্রকল্পের আওতায় প্রাথমিকভাবে ৫৮৭টি সরকারি কলেজ, বিশ্ববিদ্যালয় ও ট্রেনিং ইনস্টিটিউট রয়েছে। এরমধ্যে  ঢাকা বিভাগে ১৪৩, ময়মনসিংহ বিভাগে ৩৫, চট্টগ্রাম বিভাগে ১০৭, বরিশাল বিভাগে ৪৫, খুলনা বিভাগে ৮৩, রাজশাহী বিভাগে ৮৫, রংপুর বিভাগে ৫৬ এবং সিলেটে বিভাগে ৩৩টি প্রতিষ্ঠান রয়েছে। 

এই প্রকল্প কার্যক্রমের অংশ হিসেবে প্রাথমিকভাবে ঢাকার ১০০টি প্রতিষ্ঠানে ফ্রি ওয়াইফাই জোন চালু হচ্ছে। এসব শিক্ষাপ্রতিষ্ঠানে ১০ এমবিপিএস গতির ওয়াইফাই ইন্টারনেট সেবা পাওয়া যাবে। 

প্রায় ৪৫ কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।

এডু ডেইলি ২৪

Education, News and Information-based portal

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *