শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি ৩০ জানুয়ারি পর্যন্ত বেড়েছে


এডু ডেইলি ২৪ জানুয়ারি ১৫, ২০২১, ৭:২৩ অপরাহ্ন / আপডেট: সেপ্টেম্বর ১, ২০২৪, ১:২১ অপরাহ্ন
শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি ৩০ জানুয়ারি পর্যন্ত বেড়েছে

করোনার কারণে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি ৩০ জানুয়ারি ২০২১ তারিখ পর্যন্ত বাড়ানো হয়েছে। করোনার কারণে গত বছর লক ডাউনের সময় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের যে ঘোষণা দেওয়া হয়েছিল, সেই ছুটির মেয়াদ দফায় দফায় বৃদ্ধি করা হয়েছে। এর আগে, এই ছুটি ১৬ জানায়ারি পর্যন্ত বৃদ্ধি করা হয়েছিল।

১৫ জানুয়ারি ২০২১ (শুক্রবার) শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের জানিয়েছেন, পরিস্থিতি বিবেচনায় চলমান ছুটি আবার বাড়ানো হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী ৩০ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। তবে কওমি মাদ্রাসা এই ছুটির আওতায় থাকবে না।

এদিকে আগামী ১২ এপ্রিল ২০২১ তারিখ পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানের অ্যাসাইমেন্ট দেওয়ার জন্য সিলেবাস তৈরি করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।

চলমান শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি নিয়ে ১৪ জানুয়ারি ২০২১ (বৃহস্পতিবার) সকালে শিক্ষা ও প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয় অনলাইনে একটি সভা করে। সেখানে বর্তমান করোনা পরিস্থিতি এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতামত নিয়ে ছুটি বাড়ানোর প্রস্তাব করা হয়।

Rate this post

Leave a Reply

BD Results App