২ অাগস্ট দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা

বাস চাপায় দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় উদ্ভূত পরিস্থিতিতে ২ অাগস্ট (বৃহস্পতিবার) সারা দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আজ (বুধবার) গণমাধ্যমকে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ জনান, দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে দুপুরে ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্টদের নিয়ে বৈঠকে বসেন শিক্ষামন্ত্রী।
২ আগস্ট জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা; ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ৭ কলেজের ক্লাস ও পরীক্ষা স্থগিত করা হয়েছে। এসব পরীক্ষার নতুন তারিখ পরবর্তীতে জানানো হবে।
উল্লেখ্য, গত ২৯ জুলাই কুর্মিটোলায় জাবালে নূর পরিবহনের একটি বাসের চাপায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থীর মৃত্যু হয়। এর পর থেকেই ঢাকাসহ কয়েকটি শহরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রতিবাদ-বিক্ষোভে রাস্তায় নামে। অভিযুক্তদের বিচার, নিরাপদ সড়ক নিশ্চিতসহ বিভিন্ন দাবিতে তারা সড়ক অবরোধ করে।


আপডেট (৫ আগস্ট ২০১৮) :
ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ৭ কলেজের ২ আগস্ট স্থগিত হওয়া মাস্টার্স (২০১৫) পরীক্ষা ২৭ সেপ্টেম্বর ২০১৮ তারিখে অনুষ্ঠিত হবে।