শিক্ষার্থীদের জন্য ভিডিও টিউটোরিয়াল করলো জিপি

নবম ও দশম শ্রেণির (এসএসসি) শিক্ষার্থীদের জন্য ভিডিও টিউটোরিয়াল প্রকাশ করলো গ্রামীণফোন (জিপি)। দেশসেরা এই মোবাইল অপারেটরের ‘অনলাইন টিচিং এক্সিলেন্স সেন্টার’ (OTEC) ভিডিওগুলো ইংরেজি ভাষায় তৈরি করে।
গ্রামীণফোনের ইউটিউব ভিডিও চ্যানেলে এগুলো বিনা মূল্যে পাওয়া যাবে। অাগামীতে যারা পরীক্ষায় অংশ নেবে, তাদের জন্য ভিডিওগুলো বেশ কাজে অাসবে।
এর আগে, ২০১৫ সালের মার্চে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য চারটি ভিডিও টিউটরিয়াল প্রকাশ করে জিপি।
নতুন টিউটরিয়াল দেখতে ক্লিক করুন-
টিউটোরিয়াল ১ : www.youtube.com/watch?v=ICwIeRLzf7U
টিউটোরিয়াল ২ : www.youtube.com/watch?v=h3TcCq0Djx4
এক লিংকে সব টিউটোরিয়াল : https://www.youtube.com/watch?v=djoZAtYrdZw&list=PL5NJnLQ5mcQZTDvI0QLBFLL4jqrAAEJLe