শিক্ষা প্রদর্শনীতে যুক্তরাজ্যে ‌উচ্চশিক্ষার তথ্য

বাংলাদেশি শিক্ষার্থীরা যুক্তরাজ্যে ভর্তি ও পড়াশোনার তথ্য পাচ্ছে ব্রিটিশ কাউন্সিল আয়োজিত শিক্ষা প্রদর্শনীতে। রাজধানীর রুপসী বাংলা হোটেলে আয়োজিত দুই দিনব্যাপী ১৪তম ‌’ইউকে এডুকেশন এক্সিবিশন ২০১২’-এর আজই শেষ দিন। চট্রগ্রামে এ প্রদর্শনী হবে আগামী ৪ মার্চ দ্য পেনিনসুলায় । গতকাল এ  প্রদর্শনীর উদ্বোধনী দিনে যুক্তরাজ্যের ৪৭টি কলেজ-বিশ্ববিদ্যালয় অংশ নেয়। এসব বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা ফাউন্ডেশন, ডিপ্লোমা/এইচএনডি, ব্যাচেলর এবং মাস্টার্স প্রোগ্রামে ভর্তির আবেদন, বিষয় নির্বাচন, আইইএলটিএস, ভিসা প্রক্রিয়া, পড়াশোনা,  খরচ ও আর্থিক সামর্থ্যের কাগজপত্র সংক্রান্ত দরকারি তথ্য দেন । শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের জবাবও দেন প্রতিনিধিরা। চলতি বছরের এপ্রিল থেকে যুক্তরাজ্যের সরকার নতুন ভিসানীতি চালু করতে যাচ্ছে। এর ফলে ভর্তি-আবেদন ও ভিসা প্রক্রিয়ায় কী কী পরিবর্তন আসবে, তাও জানান প্রতিনিধিরা।