শেকৃবি: ভর্তি পরীক্ষার আসন বিন্যাস

শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) স্নাতকে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ৩০ নভেম্বর সকাল ১০টায়। এ পরীক্ষার আসন বিন্যাস প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, এবারের পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছে ১৫ হাজার ৭৬৩ জন শিক্ষার্থী।
ভর্তি পরীক্ষায় নির্বাচিতদের তিনটি ইউনিটে মোট ৫০০টি আসনে ভর্তি করা হবে। ভর্তি সংক্রান্ত আরও তথ্য পাওয়া যাবে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে- www.sau.edu.bd।
ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হবে ৫ ডিসেম্বর।
 
আসন বিন্যাস
রোল ০০০০১- ০১৬৭০ শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, ০১৬৭১- ০২৪৭০ গণভবন সরকারি বালক উচ্চ বিদ্যালয়, ০২৪৭১- ০৩৯৬২ মোহাম্মদপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়, ০৩৯৬৩- ০৪৯৬২ কিশলয় গার্লস স্কুল অ্যান্ড কলেজ, ০৪৯৬৩- ০৬৪৬২ মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ, ০৬৪৬৩- ০৭৭৯২ শেরেবাংলা নগর সরকারী বালক উচ্চ বিদ্যালয়, ০৭৭৯৩- ০৯০৩২ শেরেবাংলা নগর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা হবে।
এছাড়া রোল ০৯০৩৩- ১১২৩২ মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ, ১১২৩৩- ১২১০০ মোহাম্মদপুর বালিকা উচ্চ বিদ্যালয়, ১২১০১- ১৩৯০০ ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ, ১৩৯০১- ১৫৮০০ ধানম-ি সরকারি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা হবে।