সপ্তম শ্রেণির ৬ষ্ঠ সপ্তাহের বাংলা এসাইনমেন্ট এখানে দেওয়া হলো।
করোনা পরিস্থিতিতে ২০২০ শিক্ষাবর্ষের পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির ভিত্তিতে বাংলা, গণিত, কৃষি শিক্ষা বিষয়ের প্রকাশিত হয়েছে।এসাইনমেন্ট বা পাঠ বিষয়ক নির্ধারিত কাজ ও মূল্যায়ন নির্দেশনা দেওয়া হয়েছে।
এখানে সপ্তম শ্রেণির ৬ষ্ঠ সপ্তাহের বাংলা এসাইনমেন্ট (প্রশ্ন) ও সমাধান তুলে ধরা হয়েছে। অন্যান্য বিষয়ের এসাইনমেন্টের উত্তরের লিংক নিচে দেওয়া আছে।
সপ্তম শ্রেণির ৬ষ্ঠ সপ্তাহের বাংলা এসাইনমেন্ট বা নির্ধারিত কাজ (Class 7 – 6th week assignment – Bangla) :
# মনে করো, তুমি মাহিন/মােহনা। তােমার খেলার সাথী সাজিদ/সাজেদা করােনা ভাইরাসে আক্রান্ত হলে তােমার মনের অবস্থা জানিয়ে বন্ধু নাফিস/নাফিসাকে একটি চিঠি লেখ।
উত্তর : ব্যক্তিগত চিঠির মূল কাঠামো ৫টি অংশে বিভক্ত, যেমন :
১. শিরোনাম,
২. সম্ভাষণ,
৩. মূল পত্রাংশ,
৪. পত্র সমাপ্তি ও বিদায় সম্ভাষণ,
৫. নাম-স্বাক্ষর,
৬. প্রেরক ও প্রাপক এর নাম ও ঠিকানা
বন্ধুর করােনা হওয়ার মনের অবস্থা জানিয়ে আরেক বন্ধুকে চিঠি :
আড়াইহাজার, নারায়ণগঞ্জ
তারিখ : ৫-১২-২০২০ খ্রিষ্টাব্দ
প্রিয় নাফিসা,
প্রীতি ও শুভেচ্ছা নিও। আজ তোমার হাতে লেখা চিঠি পেলাম। তুমি ভালো আছো জেনে আমি অত্যন্ত আনন্দিত ও সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞ। একটি অত্যন্ত বেদনার খবর দেয়ার জন্য আজ তোমাকে লিখতে বসেছি।
তুমি জেনে খুবই কষ্ট পাবে যে, আমার বন্ধু সাজিদা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।
সম্প্রতি তার করোনা পরীক্ষায় করোনা পজিটিভ এসেছে। তার এই আকস্মিক দুঃসংবাদ আমাদের অনেক কষ্ট দিয়েছে। সাজিদার বড় ভাই প্রবাসী ছিলেন। তিনি দেশে ফিরেছেন কয়েকদিন আগে।
পরে জানতে পারা যায়, সাজিদার ভাইয়ের মাধ্যমেই সাজিদের শরীরে করোনাভাইরাস প্রবেশ করেছে। সাজিদ এখন আইসোলেশনে আছে। অনেকদিন সাজিদ এর সাথে দেখা করতে পারছি না।
বলা যায়, এখন সে একঘরে হয়ে আছে। ফোনালাপে জানতে পারি, সাজিদা এখন অত্যন্ত অসুস্থ।
তার মা অনেক কান্নাকাটি করছিল। আন্টিকে কোনমতে সান্ত্বনা দিয়েছি। সাজিদার সুস্থতা কামনা করছি। লিখতে পারছি না বন্ধু।
আজ আর নয়। সাজিদের জন্য দোয়া করো। তুমি নিজেও অনেক সতর্ক থেকো।
ইতি,
তোমার বন্ধু মোহনা
অন্যান্য বিষয়ের এসাইনমেন্টের উত্তর পেতে ক্লিক করো >>
* সপ্তম শ্রেণির গণিত এসাইনমেন্ট – ৬ষ্ঠ সপ্তাহ
* সপ্তম শ্রেণির কৃষি এসাইনমেন্ট – ৬ষ্ঠ সপ্তাহ