সব বোর্ডের এসএসসি ও এইচএসসি পরীক্ষা অভিন্ন প্রশ্নপত্রে নেওয়া হবে

২০১৮ সাল থেকে সব বোর্ডের এসএসসি ও এইচএসসি পরীক্ষা অভিন্ন প্রশ্নপত্রে নেওয়া হবে। বোর্ডগুলোর শিক্ষার্থীদের ফলাফলের তারতম্য দূর করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। এতোদিন বিভিন্ন বোর্ডের পরীক্ষা বিভিন্ন প্রশ্নপত্রে হতো।
এ ব্যাপারে জানতে চাওয়া হলে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান গণমাধ্যমকে জানান, অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নিলে সারা দেশের শিক্ষার্থীদের মূল্যায়নে ভারসাম্য আসবে।