সমবায় অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ১৭ ক্যাটাগরির পদে মোট ৫১১ জনকে নিয়োগ দেবে সমবায় অধিদপ্তর। অনলাইনে আবেদন প্রক্রিয়া চলবে ২০ মার্চ সকাল ১০টা থেকে ২১ এপ্রিল ২০২২ তারিখ বিকাল ৫টা পর্যন্ত।
সমবায় অধিদপ্তর নিয়োগ ২০২২
নিয়োগদাতা প্রতিষ্ঠান : | সমবায় অধিদপ্তর |
মোট পদ : | ৫১১টি পদ |
চাকরির ধরন : | সরকারি চাকরি |
আবেদনের সময়সীমা : | ২০-৩-২০২২ থেকে ২১-৪-২০২২ |
আবেদনের ওয়েবসাইট : | http://coop.teletalk.com.bd |
সমবায় অধিদপ্তরের সাইট : | http://coop.gov.bd |
পদের নাম ও সংখ্যা
১. পরিদর্শক – ৩৪টি পদ
২. মহিলা পরিদর্শক – ১টি
৩. প্রশিক্ষক – ১৬টি
৪. ফিল্ড ইনভেস্টিগেটর – ১৯টি
৫. কম্পিউটার – ২টি
৬. সহকারী পরিদর্শক – ১০৫টি
৭. মহিলা সহকারী পরিদর্শক – ২টি
৮. সহকারী প্রশিক্ষক – ১১টি
৯. সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর – ২টি
১০. ড্রাইভার / ফিল্ম ভ্যান ড্রাইভার – ৬টি
১১. তাঁত সুপারভাইজার – ৫টি
১২. ক্যাশিয়ার – ৪টি
১৩. অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর – ১০৮টি
১৪. ডাটা এন্ট্রি অপারেটর – ১টি
১৫. সহকারী ফিল্ম অপারেটর – ২টি
১৬. নৈশ প্রহরী – ৪টি
১৭. অফিস সহায়ক – ১৮৯টি
বয়স
১ মার্চ ২০২২ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩০ হতে হবে। তবে মুক্তিযোদ্ধা / শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যার ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর। শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রেও বয়সসীমা ৩২ বছর।
আবেদনের তারিখ
অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হবে ২০ মার্চ ২০২২ সকাল ১০টা থেকে। আবেদনের শেষ তারিখ ২১ এপ্রিল ২০২২ বিকাল ৫টা।
আবেদনের নিয়ম
আবেদন করতে হবে অনলাইনে (http://coop.teletalk.com.bd)। আবেদন সংক্রান্ত বিস্তারিত নিয়মাবলী নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা আছে।
আবেদন ফি
১-১৪ নং পদের জন্য ১১২ টাকা, ১৫-১৭ নং পদের জন্য ৫৬ টাকা।
সমবায় অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি 2022 – COOP job circular 2022

COOP job circular 2022 pdf download link : http://coop.teletalk.com.bd/circular.pdf
শিক্ষা ও চাকরি বিষয়ক দরকারি তথ্য নিয়মিত পেতে আমাদের ফেসবুক পেজে ( facebook.com/EduDailyOfficial ) লাইক দিয়ে রাখুন এবং
ইউটিউব চ্যানেলে ( youtube.com/edudaily24 ) সাবস্ক্রাইব করুন।
>> ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখুন : youtube.com/edudaily24
No.15
আমি ডাইভিং করতে পারি আমার লাইসেন্স আছে
I agree
সোপাৰ ভাইজাৰ
সোপাৰ ভাইজাৰ
I want to work.
১৭,অফিস সহকারী
I agree 17 office assistant
Application for the post of dtivet
আমি বাংলাদেশের এক কোম্পানিতে চাকরি করি,আমার বাবার অনেক সপ্ন সরকারি চাকরি করা,কিন্তু টাকার অভাবে করতে পারছিনা,আমি নামাজ পড়ি, পাচ ওয়াক্ত,
স্যার আমার টাকা নাই বলে আমার চাকরি নেই এটাই আছে বাংলাদেশ আমি কই যাব বলেন|
এক জন কৃষি
I agree
Nice
আমি জব করতে চাই
17 office sohokari kaj ami kortay parbow
আমার কোনো জব নাই তাই জব করতে চাই
Amar akta cakri khub e dorkar porisonnota korme 20 Amar joggota onujaei
স্যার আজ আমার টাকা নাই বলে আমার বাংলাদেশে কোন চাকরি নাই |আমি কোথায় যাব আপনারাই বলেন স্যার|এটাই কি আমাদের স্বাধীন বাংলাদেশ|
আমি চাকরি করতে চাই। আমি একজন ছাত্র, আলিম পরিক্ষার্থী। দাওরায় হাদিস সমমানে (মাস্টার্স) পরিক্ষা দিয়েছি। আমি কি এই পদ গুলোতে কাজ করতে পারবো?
স্যার আমি ১৭ নং জবটি করতে চাই।