দেশের যেসব সরকারি কলেজে ডিগ্রি, অনার্স ও মাস্টার্স কোর্স চালু আছে, সেগুলো আর আর জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকছে না। বিভাগীয় পর্যায়ের পাবলিক বিশ্ববিদ্যালয়ের অধীনে এসব কলেজ পরিচালিত হবে বলে জানা গেছে। সেশনজট নিরসনের উদ্দেশ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এই সিদ্ধান্ত বাস্তবায়নের পর থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় শুধু স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের বেসরকারি কলেজগুলো পরিচালনা করবে।
উল্লেখ্য, ১৯৯২ সাল থেকে সরকারি কলেজগুলো পাবলিক বিশ্ববিদ্যালয়ের অধীন থেকে বের করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দেয়া হয়েছিল।