দেশের যেসব সরকারি কলেজে ডিগ্রি, অনার্স ও মাস্টার্স কোর্স চালু আছে, সেগুলো আর আর জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকছে না। বিভাগীয় পর্যায়ের পাবলিক বিশ্ববিদ্যালয়ের অধীনে এসব কলেজ পরিচালিত হবে বলে জানা গেছে। সেশনজট নিরসনের উদ্দেশ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এই সিদ্ধান্ত বাস্তবায়নের পর থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় শুধু স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের বেসরকারি কলেজগুলো পরিচালনা করবে।
উল্লেখ্য, ১৯৯২ সাল থেকে সরকারি কলেজগুলো পাবলিক বিশ্ববিদ্যালয়ের অধীন থেকে বের করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দেয়া হয়েছিল।
সরকারি কলেজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকছে না
Edu Daily 24 - Bangladesh-based popular education & job related site
Leave a review
Leave a review