চাকরির খবর

সরকারি চাকরির বয়সসীমায় ৩৯ মাস ছাড়

সব সরকারি চাকরির বয়সসীমায় ৩৯ মাস ছাড় দেয়ার ঘোষণা দিয়েছে সরকার। তবে বিসিএসের ক্ষেত্রে এই ছাড় প্রযোজ্য নয়। সরকারি সব চাকরির ক্ষেত্রে নিয়োগে (বিসিএস ছাড়া) প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমায় ৩৯ মাস ছাড় দেয়ার নির্দেশনা জারি করে ২২ সেপ্টেম্বর ২০২২ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

নির্দেশনায় বলা হয়েছে, যেসব মন্ত্রণালয়/বিভাগ ও এর অধীন অধিদপ্তর/পরিদপ্তর/দপ্তর এবং সংবিধিবদ্ধ/স্বায়ত্তশাসিত/জাতীয়কৃত প্রতিষ্ঠান বিভিন্ন ক্যাটাগরির সরকারি চাকরিতে (বিসিএস ছাড়া) সরাসরি নিয়োগের লক্ষ্যে কোভিড-১৯ পরিস্থিতির কারণে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারেনি, সেসব দপ্তর/প্রতিষ্ঠানের ২০২৩ সালের ৩০ জুন পর্যন্ত প্রকাশিতব্য বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদে আবেদনের ক্ষেত্রে প্রার্থীদের বয়স ২০২০ সালের ২৫ মার্চ সর্বোচ্চ বয়সসীমার মধ্যে থাকলে ওই প্রার্থীরা আবেদন করার সুযোগ পাবেন।

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের প্রতি নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।

এর আগে, করোনা ভাইরাসের কারণে সরকারি চাকরিপ্রার্থীদের জন্য ২ দফায় বয়স ছাড় করে আদেশ জারি করেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়। সে সময় মোট ২১ মাস বয়সের ছাড় দেওয়া হয়। তবে বয়সের এই ছাড় বিসিএসের জন্য প্রযোজ্য নয়।

সরকারি চাকরিতে বয়স ছাড় সংক্রান্ত নোটিশ ২০২২

সরকারি চাকরিতে বয়স ছাড় সংক্রান্ত নোটিশ ২০২২ - Age limit relaxed for govt jobs 2022 pdf mopa.gov.bd
সরকারি চাকরিতে বয়স ছাড় সংক্রান্ত নোটিশ ২০২২

Age limit relaxed for govt jobs – pdf notice link of ministry of public administration : https://mopa.gov.bd/sites/default/files/files/mopa.gov.bd/notices/e3e4893c_a95b_4abe_bf39_4497c0e94bf6/reg1-2022-149-r1.pdf

Rate this post

Related Articles

One Comment

  1. এখানে উচ্চতা চেয়েছে ১৬৩ সেন্টিমিটার। এটা ছেলে মেয়ে সবারই এক। এটা কোনো কথা। মেয়ের উচ্চতা একটু কম হবে এটাই স্বাভাবিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page