সরকারি মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে ৫০০ অাসন বেড়েছে
২০১৮-১৯ শিক্ষাবর্ষ থেকে সরকারি মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে ৫০০ অাসন বাড়ানো হয়েছে বলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার (৮ আগস্ট ২০১৮) জানানো হয়েছে। আগের আসনের পাশাপাশি বাড়তি এসব আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে আসন বাড়ানোর কারণ হিসেবে বলা হয়, ক্রমবর্ধমান জনসংখ্যার চাপ, বিশ্বস্বাস্থ্য সংস্থার মানদণ্ড, সরকারি মেডিকেল কলেজগুলোর বিদ্যমান সুযোগ-সুবিধা এবং হাসপাতালের শয্যা সংখ্যা বিবেচনা করে গুণগত চিকিৎসা শিক্ষা এবং উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে জনগণের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।
বর্তমানে দেশে ৩১টি সরকারি মেডিকেল কলেজ অাছে, এগুলোর মধ্যে আসন অাছে মোট ৩,৩১৮টি। দীর্ঘ দিন ধরে মেডিকেলে এমবিবিএস কোর্সে আসন বাড়েনি। অবশেষে, আসন বাড়ানোর এ সিদ্ধান্ত নেওয়া হলো।
উল্লেখ্য, এ বছর (২০১৮-১৯ শিক্ষাবর্ষে) মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ৫ অক্টোবর ২০১৮ (শুক্রবার)। আর ডেন্টাল কলেজ/ইউনিটে বিডিএস কোর্সে ভর্তি পরীক্ষা হবে ৯ নভেম্বর ২০১৮ তারিখে।
ভর্তি সংক্রান্ত বিস্তারিত জানা যাবে স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে : http://www.dghs.gov.bd/index.php/bd/