সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এ পরীক্ষায় ১২ হাজার ৭০১ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। উত্তীর্ণ প্রার্থীরা শূন্যপদে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ পাবেন। এসব প্রার্থী নিয়োগ পাওয়ার পর অবশিষ্ট প্রার্থীদের মধ্য থেকে ১৫ হাজার ১৯ জনকে উপজেলা বা থানাভিত্তিক ওয়ারি ‘প্রাথমিক শিক্ষক পুল’ গঠনের মাধ্যমে নিয়োগের সুপারিশও করা হয়েছে।উল্লেখ্য, শিক্ষক পুল গঠন করে শিক্ষক নিয়োগের ঘটনা এবারই প্রথম।
ফলাফল ডাউনলোড করুন এই দুই লিংক থেকে-
www.studentcarebd.com/files/dpe_PrimaryTeacher Result_2012.pdf
www.studentcarebd.com/files/dpe_PrimaryTeacher Result_Pull_2012.pdf
>> ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখুন : youtube.com/edudaily24