সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা সম্পর্কিত দরকারি তথ্য


এডু ডেইলি ২৪ মে ২, ২০১৯, ১২:০৩ অপরাহ্ন / আপডেট: সেপ্টেম্বর ১, ২০২৪, ১:২৪ অপরাহ্ন
সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা সম্পর্কিত দরকারি তথ্য

২০১৮ সালে প্রকাশিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে কয়েকটি ধাপে। ১ম ধাপের পরীক্ষা হবে ১৭ মে ২০১৯ তারিখে।

পর্যায়ক্রমে বিভিন্ন জেলা/উপজেলার নিয়োগ পরীক্ষা হবে ৪ ধাপে।

প্রাইমারি সহকারী শিক্ষক পদের নিয়োগ পরীক্ষার সূচি :
১ম ধাপঃ ১৭ মে ২০১৯।
২য় ধাপঃ ২৪ মে ২০১৯।
৩য় ধাপঃ ৩১ মে ২০১৯।
৪র্থ ধাপঃ ১৪ জুন ২০১৯। * কোন জেলা/উপজেলার পরীক্ষা কবে হবে তার সূচি অফিসিয়ালি ঘোষণা করা হলে আমাদের সাইটে প্রকাশ করা হবে।

মোট পদের সংখ্যা : ১২০০০
আবেদনকারী : ২৪০০০০৫

বিভাগীয় আবেদনকারীর সংখ্যা :

ঢাকা- ৪৫২৭৬০
চট্রগ্রাম- ৩৮২৩৩৫
রাজশাহী- ৩৬২৯২৫
খুলনা- ২৪৮৭৩০
বরিশাল- ২৫৫৮২৭
সিলেট- ১২০৬২৩
রংপুর- ২৯৪৩৬৮
ময়মনসিংহ- ২৮২৪৩৭

# প্রার্থীদের দুই স্তরে পরীক্ষা অনুষ্ঠিত হবে : লিখিত ও মৌখিক পরীক্ষা।

# নম্বর বন্টন : লিখিত পরীক্ষায় ৮০ ও মৌখিক পরীক্ষায় ২০ নম্বর ।

# লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে মে-জুন মাসে (২০১৯)।

# ৪/৫ ধাপে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

# সম্পূর্ণ ডিজিটালাইজ পদ্ধিতে নেয়া হবে এ পরীক্ষা । নির্ধারিত জেলায় পরীক্ষা আয়োজনের আগের রাতে ইন্টারনেটের মাধ্যমে জেলা প্রশাসকের কাছে প্রশ্নপত্রের সকল সেট পাঠানো হবে ।

# পাশাপাশি বসা শিক্ষার্থীদের মধ্যে কেউ যাতে একই সেট না পায় সেজন্য ডিজিটাল পদ্ধিতে প্রার্থীদের রোল নম্বরের ওপর নির্ধারিত হবে প্রশ্ন সেট ।

  • প্রতি ২০০ প্রতিযোগীর বিপরীতে আসন থাকছে ১টি।
Rate this post

Leave a Reply

BD Results App