ক্লাস এসাইনমেন্ট

সাপ্তাহিক এসাইনমেন্ট মূল্যায়ন ছক ২০২১

সাপ্তাহিক এসাইনমেন্ট মূল্যায়ন ছক ২০২১ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। ২০২১ শিক্ষাবর্ষের জন্য নিন্ম মাধ্যমিক, মাধ্যমিক ও মাদ্রাসা সমূহের জন্য প্রতি সপ্তাহের এসাইনমেন্ট বিতরণ, গ্রহণ ও মূল্যায়নের বিষয়টি সহজ এবং তথ্য সংরক্ষণের স্বার্থে প্রতিষ্ঠান সমূহের জন্য এই ছকটি দেয়া হয়েছে।

শ্রেণিভিত্তিক এস্যাইনমেন্ট বিতরণের জন্য এই ছকটি অনেক কাজে আসবে। এই ছকের মাধ্যমে আপনার প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের এসাইনমেন্ট গ্রহণ ও মূল্যায়ন সংক্রান্ত তথ্য সংরক্ষণ করা সহজ হবে।

সাপ্তাহিক এসাইনমেন্ট বিতরণ, গ্রহণ ও মূল্যায়ন ছকটির মাধ্যমে শ্রেণিভিত্তিক প্রতি সপ্তাহের এসাইনমেন্ট বা নির্ধারিত কাজের তথ্য সংরক্ষণ ও বিষয়ভিত্তিক মূল্যায়ন করা যাবে।

সাপ্তাহিক এসাইনমেন্ট বিতরণ, গ্রহণ ও মূল্যায়ন ছক ২০২১ ব্যবহার নির্দেশিকা :

সাপ্তাহিক এসাইনমেন্ট মূল্যায়ন ছক ২০২১ - weekly Assignment
সাপ্তাহিক এসাইনমেন্ট মূল্যায়ন ছক ২০২১ – Weekly Assignment Chart Sheet 2021

এই ছকে মূল্যায়নের যে অপশনটি রাখা হয়েছে তা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের যথাযথ মূল্যায়ন নির্দেশিকা অনুসরণ করে শুধুমাত্র মূল্যায়ন নির্দেশক এর নম্বরটির বক্সে টিক চিহ্ন দিবেন অথবা নম্বর লিখবেন।

যেমন : অতি উত্তর এর জন্য ১, উত্তম এর জন্য ২, ভালো এর জন্য ৩ এবং অগ্রগতি প্রয়োজন এর জন্য ৪ ব্যবহার করতে পারেন।

Rate this post

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page