২০২০ সাল থেকে পাবলিক পরীক্ষার নতুন সিজিপিএ গ্রেডিং পদ্ধতি চালু হচ্ছে। প্রথমে, এ বছর (২০২০) থেকে অষ্টম শ্রেণির জেএসসি ও জেডিসি পরীক্ষায় সর্বোচ্চ জিপিএ-৫ এর পরিবর্তে সর্বোচ্চ জিপিএ-৪ এর ভিত্তিতে গ্রেডিং পদ্ধতিতে ফলাফল প্রকাশ হবে। জেএসসি কিংবা জেডিসি-এর গ্রেডিং পদ্ধতি চালুর আগে এর গেজেট প্রকাশ হবে। এর পর প্রাথমিক পর্যায়েও জেপিএ-৪ গ্রেডিং পদ্ধতি চালু হবে বলে জানা গেছে। ২০২১ সালের এসএসসি / সমমান এবং এইচএসসি / সমমানের পরীক্ষাও জিপিএ-৪ এর ভিত্তিতে হবে বলে জানা গেছে।
নতুন গ্রেডিং পদ্ধতি (পরীক্ষার ফলাফলে সর্বোচ্চ স্কোর জিপিএ-৪) :
90-100 A+ (4.00)
80-89 A (3.50)
70-79 B+ (3.00)
60-69 B (2.50)
50-59 C+ (2.00)
40-49 C (1.50)
33-39 D (1.00)
00- 32 F (0.00)

*২০২০ সাল থেকে কার্যকর
প্রচলিত বা পুরনো গ্রেডিং পদ্ধতি, যা ২০২০ সালের এসএসসি ও এইচএসসি পর্যন্ত কার্যকর থাকবে :

প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২০, হালনাগাদ : ৩১ মে ২০২০
আমার নাম হামিদ। আমি 2015,2016,2017,2018 তে যথাক্রমে বিবিএ 1st,2nd,3rd and 4th year exam দিয়েছি কিন্তু 2nd year এর এক সাবজেক্টে fail থাকায় আমার cgpa আসেনি। তাই 2019 এ আমি 2nd year এ fail করা সাবজেক্ট পরীক্ষা দিয়ে এখন পাশ করেছি। আমার প্রশ্ন হচ্ছে আমি কি এখন bba সার্টিফিকেট ও cgpa পাবো?