সেনাবাহিনীর আর্মড ফোর্সেস নার্সিং সার্ভিসে নিয়োগ (৩৮তম)
বাংলাদেশ সেনাবাহিনীর আর্মড ফোর্সেস নার্সিং সার্ভিসে ৩৮তম সরাসরি স্বল্পমেয়াদী কমিশনে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা প্রার্থীদের আগামী ২৩ মার্চ ২০১৯ তারিখের মধ্যে আবেদন করতে হবে।
নিয়োগদাতা : বাংলাদেশ সেনাবাহিনী
সার্ভিসের নাম : আর্মড ফোর্সেস নার্সিং সার্ভিস
পদের নাম : লেফটেন্যান্ট (এএফএনএস)
শিক্ষাগত যোগ্যতা : বিএসসি ইন নার্সিং ডিগ্রি এবং ইন্টার্নশিপ সম্পন্নকারী
শারীরিক যোগ্যতা : উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি, ওজন ৪৭ কেজি, বুকের মাপ ২৮ ইঞ্চি (স্বাভাবিক), ৩০ ইঞ্চি (প্রসারণ)
বয়স : ০১ জুলাই ২০১৯ তারিখে ২৬ বছর (এফিডেভিট গ্রহণযোগ্য নয়)
বৈবাহিক অবস্থা : বিবাহিতা/অবিবাহিতা/বিধবা/তালাকপ্রাপ্ত
জাতীয়তা : জন্মসুত্রে বাংলাদেশি
বেতন : পে-স্কেল ২০১৫/জেএসআই অনুযায়ী
আবেদনের নিয়ম : বাংলাদেশ সেনাবাহিনীর অফিসিয়াল ওয়েবসাইটের ( www.joinbangladesharmy.army.mil.bd ) মাধ্যমে আবেদন করতে হবে।