সোনারুয়া প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন অনুষ্ঠানের রেজিস্ট্রেশন চলছে

গাজীপুরের কাপাসিয়া উপজেলার সোনারুয়া গ্রামে প্রতিষ্ঠিত সোনারুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় শতবর্ষে পদার্পণ করেছে। এ উপলক্ষে বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা শতবর্ষ উদযাপনের উদ্যোগ নিয়েছেন। বিদ্যালয়টি ১৯২০ সালে প্রতিষ্ঠা করা হয়।

আগামী ১৪ মার্চ শনিবার বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ইতিমধ্যে রেজিস্ট্রেশন কার্যক্রম চলছে। যা শেষ হবে আগামী ১৫ জানুয়ারি। রেজিস্ট্রেশন ফি ৫০০ টাকা; অতিথির জন্য ৫০০ টাকা।

রেজিস্ট্রেশনের জন্য যোগাযোগ : সোনারুয়া (প্রধান শিক্ষক) ০১৯৮১৩১৮৭৬৬; লতাপাতা বাজার (ফখরুল আলম সিকদার) ০১৯১২৫৯১৭৫৮; কাপাসিয়া বাজার (পাতাবাহার লাইব্রেরি) ০১৭২৯৪১৬৬৬৫; গাজীপুর (এড. মারুফ হোসেন) ০১৭০৪০৭৪৭৮৬, (গোলাম রাব্বানী) ০১৭১৮৯৬৪৬৪৪।

শতবর্ষ উদযাপন কমিটির সভাপতি লুৎফুর রহমান প্রধান বলেন, আমরা একটি সুন্দর অনুষ্ঠান আয়োজনের চেষ্টা চালিয়ে যাচ্ছি। বিদ্যালয় প্রাঙ্গণ সেদিন সাবেক শিক্ষার্থীদের মিলনমেলায় পরিণত হবে। আশা করছি, একটি স্মরণীয় অনুষ্ঠান উপহার দিতে পারব।