এইচএসসি, স্নাতক কিংবা স্নাতকোত্তর পর্যায়ে অধ্যায়নরত শিক্ষার্থীদের এ বৃত্তি দেবে সোনালী ব্যাংক। এ বৃত্তি পাবে দরিদ্র মেধাবী শিক্ষার্থী এবং দরিদ্র মুক্তিযোদ্ধার সন্তানরা।
এইচএসসি পর্যায়ের বৃত্তির জন্য শিক্ষার্থীকে এসএসসি বা সমমানের পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৪ পেতে হবে।
এইচএসসি বা সমমানের পরীক্ষায় কমপক্ষে জিপিএ ৩ পেলেই স্নাতক পর্যায়ে বৃত্তির আবেদন করা যাবে। তবে মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে জিপিএ ২.৭৫ থাকলেই আবেদন করা যাবে।
স্নাতকোত্তর পর্যায়ের বৃত্তির জন্য আবেদন করতে হলে স্নাতক বা সমমানে ন্যূনতম জিপিএ ২.৭৫ হতে হবে।
প্রার্থীর বাবা বা অভিভাবকের বার্ষিক আয় দুই লাখ টাকার নিচে হতে হবে। বৃত্তি প্রদানের প্রার্থী নির্বাচনের জন্য কৃষক, দিনমজুর বা আদিবাসীদের সন্তানদের অগ্রাধিকার দেওয়া হবে। নির্বাচিতরা এককালীন ১২ হাজার টাকা পাবে। বর্তমান শিক্ষাপ্রতিষ্ঠানের প্রশংসাপত্র, শিক্ষাগত সনদের কপি, নাগরিকত্ব সনদ, আর্থিক অবস্থা সংক্রান্ত প্রত্যয়নপত্র, মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে মুক্তিযোদ্ধা সনদের সত্যায়িত কপি এবং দুই কপি পাসপোর্ট আকারের সত্যায়িত ছবিসহ সাদা কাগজে আবেদন লিখে পাঠাতে হবে ৩০ সেপ্টেম্বরের মধ্যে। আবেদন পাঠানোর ঠিকানা: ডেপুটি জেনারেল ম্যানেজার, মানবসম্পদ উন্নয়ন বিভাগ, সোনালী ব্যাংক লিমিটেড, প্রধান কার্যালয়, ঢাকা। খামের ওপর প্রার্থীর জেলার নাম উল্লেখ করতে হবে।
>> ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখুন : youtube.com/edudaily24