স্কুলের গ্রীষ্মকালীন ও ঈদের ছুটি ১৯ দিন

সরকারি-বেসরকারি প্রাথমিক স্কুলের গ্রীষ্মকালীন ও ঈদের ছুটির তারিখ ঘোষণা করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

ইতোপূর্বে প্রকাশিত ২০২২ সালের ছুটির তালিকায় গ্রাষ্মকালীন ছুটি নির্ধারিত ছিল ১৬-২৩ মে ২০২২। তবে এটি পরিবর্তন করে ঈদুল আজহার ছুটির সঙ্গে সমন্বয় করা হয়েছে।

এমতাবস্থায়, গ্রীষ্মকালীন ছুটি হবে ২৮ জুন থেকে ৫ জুলাই ২০২২ আর ঈদুল আজহার ছুটি হবে ৬ থেকে ১৬ জুলাই ২০২২। অর্থাৎ, ঈদ ও গ্রীষ্মের ছুটি মিলিয়ে মোট ১৯ দিন ছুটি পালিত হবে সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে।

School’s eid and summer vacation 2022

School eid holiday and summer vacation 2022 Bangladesh
স্কুলের গ্রীষ্মকালীন ও ঈদের ছুটির তারিখ ২০২২

Rate this post

 সাবস্ক্রাইব

 দরকারি খবরাখবর ও তথ্য সবার আগে পেতে আমাদের ফেসবুক পেজসহ অন্যান্য সোশ্যল প্লাটফর্মগুলোতে Follow/Subscribe করুন।

Like/Follow our Facebook page

Subscribe our Instagram channel

Follow our Google news page

Subscribe our Youtube channel

সর্বশেষ আপডেট পেতে Edu Daily 24 এর Facebook পেজ, Google news পেজ ও Youtube চ্যানেল সাবস্ক্রাইব/ফলো করুন। নোটিফিকেশন পেতে APPও ইনস্টল করে রাখতে পারেন।

মন্তব্য করুন

You cannot copy content of this page