বিনা খরচায় এডুকেশন ম্যানেজমেন্ট সিস্টেম

বিনা খরচায় কয়েকটি স্কুল-কলেজকে অনলাইনভিত্তিক এডুকেশন ম্যানেজমেন্ট সিস্টেম (EMS) সুবিধা দেওয়ার প্রকল্প হাতে নিয়েছে এডু ডেইলি ২৪।
শিক্ষার্থীদের উপস্থিতি কাউন্ট, ফি গ্রহণের হিসাব, মুহূর্তেই পাওনা-বকেয়া যাচাই, পরীক্ষার ফলাফল সংরক্ষণ-প্রিন্ট, প্রতিষ্ঠানের বেতন-খরচ ব্যবস্থাপনা, শিক্ষার্থীদের বিস্তারিত তথ্য, পরীক্ষা ও ভর্তি ব্যবস্থাপনা, জরুরী নোটিশ/বার্তাসহ দরকারি সব কিছুই থাকছে ওয়েবসাইট-ভিত্তিক এই সেবায়।

Education-Management-System-EMS
Education Management System (EMS)

আগ্রহী শিক্ষাপ্রতিষ্ঠান এই সেবা পেতে শিক্ষাপ্রতিষ্ঠানের নাম-ঠিকানা, যোগাযোগকারীর নাম-পদবী-মোবাইল নম্বর উল্লেখ করে যোগাযোগ করুন অামাদের পেজের ইনবক্স, সাইটের কমেন্ট কিংবা ইমেইলে : educationbarta24@gmail.com