স্কুল কলেজ কবে খুলবে – আজকের খবরে জানা গেছে। স্কুল কলেজ খোলার প্রাক প্রস্তুতি হিসেবে ৪ ফেব্রুয়ারির মধ্যে করণীয় কিছু নির্দেশনা দেয়া হয়েছে। এ থেকে অনুমান করা যাচ্ছে, ৪ ফেব্রুয়ারি ২০২১ তারিখ থেকে স্কুল কলেজ খোলার সম্ভাবনা খুব বেশি।
২২ জানুয়ারি তারিখে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর কর্তৃক শিক্ষা প্রতিষ্ঠান খোলার পূর্ব প্রস্তুতি সম্পর্কিত নির্দেশনা জারির প্রেক্ষিতে এমনটাই ধারণা করা হচ্ছে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের এই নির্দেশনায় বলা হয়, দেশের সব মাধ্যমিক, স্কুল ও কলেজ, উচ্চ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক স্তর যুক্ত উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, এখন আমাদের শিক্ষা প্রতিষ্ঠানসমূহ খুলে দেয়ার প্রস্তুতি সম্পন্ন করতে হবে। আপনারা জানেন, কোভিড-১৯ (করোনা ভাইরাস) প্রকপ চলাকালীন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের শিক্ষার্থী-শিক্ষক-কর্মচারীদের স্বাস্থ্য সুরক্ষা। সংশ্লিষ্ট সকলকে সাথে নিয়ে এ গাইড লাইন অনুযায়ী আগামী ৪-২-২০২১ তারিখের মধ্যে সকল শিক্ষা প্রতিষ্ঠানকে তাদের শিক্ষার্থী-শিক্ষক-কর্মচারীদের জন্য স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে যাতে উর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ পাওয়া মাত্র প্রতিষ্ঠানগুলো খুলে দেয়া যায়।
এর আগে, ২১ জানুয়ারি ২০২১ তারিখে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মধ্যে অনুষ্ঠিত ভার্চুয়াল সভায় শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে আলোচনা হয়েছিল। সেই আলোচনার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে গাইডলাইন বা দিক-নির্দেশনা পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সামাজিক দূরত্ব বজায় রাখতে প্রতি বেঞ্চে একজন করে শিক্ষার্থী বসতে পারবে। পুরো ক্লাসরুমে থাকবে সর্বোচ্চ ১৫ জন ছাত্রছাত্রী। প্রাথমিকভাবে চতুর্থ ও পঞ্চম এবং দশম ও দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীরা স্কুলে যেতে পারবে।