দীর্ঘ দিন বন্ধ থাকার পর স্কুল-কলেজ খুলতে পারে ফেব্রুয়ারিতে। তবে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হলেও করোনার কারণে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের ক্লাসে অংশ নিতে হবে। আংশিক উপস্থিতির মাধ্যমে শিক্ষার্থীরা পর্যায়ক্রমে ক্লাস করবে।
☑ ২৩ জানুয়ারি ২০২১ > স্কুল কলেজ খোলার ব্যাপারে ৩৯ পৃষ্ঠার গাইডলাইন প্রকাশ : https://edudaily24.com/28008/
ক্লাস চালুর ক্ষেত্রে এ বছরের এসএসসি সমমান ও এইচএসসি সমমানের পরীক্ষার্থীদের অগ্রাধিকার দেয়া হবে বলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি) সূত্র জানিয়েছে।
জানা গেছে, স্কুল-কলেজ যদি খুলে দেয়া হয়, সেক্ষেত্রে সব শ্রেণির সব শিক্ষার্থীদের ক্লাস চালু হবে না। এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের সিলেবাস শেষ করতে সীমিত পরিসরে ক্লাস খুলে দেয়া হবে; পরে ধাপে ধাপে অন্যান্য শ্রেণির ক্লাস শুরু করা হতে পারে।
এদিকে আগামী ১২ এপ্রিল ২০২১ পর্যন্ত স্কুলের বিভিন্ন শ্রেণির অ্যাসাইমেন্ট দেয়ার জন্য সিলেবাস তৈরি করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।
জানা গেছে, শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান, বাণিজ্য ও মানবিক বিভাগ থেকে প্রতিদিন একটি বিভাগের শিক্ষার্থীদের ক্লাস নেয়া হবে। এই পরিকল্পনা অনুযায়ী ক্লাস রুটিন তৈরির কাজ শুরু করতে স্কুল-কলেজগুলোকে নির্দেশনা দেবে মাউশি।
উল্লেখ্য, করোনার কারণে ২০২০ সালের ৮ মার্চ থেকে দেশের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে।