মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের গাজীপুরস্থ মূল ক্যাম্পাসের সিনেট হলে আজ ২৭ শে মার্চ বিকেল ৪:০০ টায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব ক্যাপ্টেন এ বি তাজুল ইসলাম (অবঃ) এম.পি। বিশেষ অতিথি ছিলেন জনাব মোঃ জাহিদ আহসান রাসেল এমপি, মাননীয় সভাপতি, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “যাদের জন্য আমরা দেশ স্বাধীন করেছি সেই নতুন প্রজন্ম স্বাধীনতার চেতনায় শাহবাগে উজ্জীবিত হয়েছে। আমি বিশ্বাস করি এই প্রজন্মকে কোন অপশক্তি পরাভূত করতে পারবে না। এরাই মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত আমাদের মহান স্বাধীনতা রক্ষা করবে।”
মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. হারুন-অর-রশিদ বলেন, “বাংলাদেশের নতুন প্রজন্মকে স্বাধীনতার সঠিক ইতিহাস, মুক্তিযুদ্ধের লক্ষ্য ও চেতনা এবং জাতির জনকের গভীর দেশপ্রেমের আদর্শে উদ্বুদ্ধ হতে হবে। সেই লক্ষ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত দুই সহস্রাধিক কলেজ ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে শীঘ্রই ‘বাংলাদেশ স্টাডিজ’ বিষয়কে আবশ্যিক পাঠ্য বিষয় হিসেবে অন্তর্ভুক্ত করার উদ্যোগ গ্রহণ করা হবে।” তিনি আরও বলেন যে, শাহবাগ চত্বরের নতুন প্রজন্মের গণজাগরণ মঞ্চের মাধ্যমে আমাদের মুক্তিযুদ্ধের দ্বিতীয় পর্ব শুরু হয়েছে এবং যুদ্ধাপরাধীদের বিচার অনুষ্ঠানের মাধ্যমে একাত্তরের মুক্তিযুদ্ধে বিজয় অর্জনের মত এ সংগ্রামেও স্বাধীনতাকামী জনতার বিজয় অর্জিত হবে।
বিরোধী দলের উপর্যুপরি হরতালের কারণে দেশ আজ চরম ক্ষতির সম্মুখীন। সেই সাথে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ ১২ লক্ষাধিক শিক্ষার্থীর জীবন চরমভাবে বিপর্যস্ত হচ্ছে। পিছিয়ে পড়ছে তাদের শিক্ষা জীবন-এ কথা উল্লেখ করে তিনি বিরোধী দলকে এ ধরনের হিংসাত্মক কর্মসূচী পরিহার করে নৈতিক ও গঠনমুলক কর্মসুচী গ্রহণের আহ্বান জানান।
বিশেষ অতিথি ও টঙ্গী-গাজীপুর সদর আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য জনাব মোঃ জাহিদ আহসান রাসেল এম.পি বলেন, “হরতাল ও নৈরাজ্য সৃষ্টি করে বিরোধী দল ক্ষমতায় যাওয়ার যে স্বপ্ন দেখছে তা কোনদিন বাস্তবায়িত হবে না।”
প্রো-ভাইস চ্যান্সেলর ড. তোফায়েল আহমদ চৌধুরী ও কোষাধ্যক্ষ অধ্যক্ষ কাজী ফারুক আহমেদ তাঁদের বক্তব্যে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেয়া এবং বঙ্গবন্ধুর জীবন থেকে শিক্ষা গ্রহণ করে দেশ প্রেমে উদ্বুদ্ধ হওয়ার ওপর গুরুত্বারোপ করে বলেন যে, একমাত্র মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর চেতনা এবং আদর্শ অনুসরণ করেই বাংলাদেশকে একটি ক্ষুধা-দারিদ্রমুক্ত উন্নত সমৃদ্ধ দেশে পরিনত করা সম্ভব।
অনুষ্ঠানটি পরিচালনা করেন রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) মোল্লা মাহফুজ-আল-হোসেন।
সভায় বিপুল সংখ্যক শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও সুধীজন উপস্থিত ছিলেন।
সংবাদ বিজ্ঞপ্তি
বাংলাদেশ পুলিশ এস আই নিয়োগ ২০২৪ সার্কুলার [Police SI job circular 2024]
আজকের টাকার রেট কত ২০২৪
বাংলাদেশ পুলিশ কনস্টেবল নিয়োগ ২০২৪ সার্কুলার (৩৬০০ পদে নিয়োগ বিজ্ঞপ্তি)
ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার সিলেবাস ২০২৫ pdf
বিজিবি নিয়োগ ২০২৪ সার্কুলার ১০৩ তম ব্যাচ [সিপাহী]
ঈদে মিলাদুন্নবী ২০২৪ কত তারিখ, জানালো ইসলামিক ফাউন্ডেশন
ঈদে মিলাদুন্নবী পালন করা কি জায়েজ নাকি বিদআত?
প্রথম আলো হ্যাক, জরুরি সতর্কতা হ্যাকারের
BOESL দক্ষিণ কোরিয়া লটারি ২০২৪ কবে ছাড়বে, আবেদন, নিবন্ধন যেভাবে
প্রাথমিক বিদ্যালয়ের শপথ বাক্য ২০২৪ [নতুন image & video]
সরকারি ছুটির তালিকা ২০২৪ PDF (সরকারি ক্যালেন্ডার ২০২৪)
২০২৪ সালের এইচএসসি পরীক্ষা বাতিল, অটোপাসের সিদ্ধান্ত
এসএসসি পদার্থ বিজ্ঞানের সকল সূত্র – অধ্যায় ভিত্তিক SSC Physics formula
নগদ কি বন্ধ হয়ে যাবে? কি বলছে কর্তৃপক্ষ
*#62# কিসের কোড, call forwarding এ অপরিচিত নাম্বার? কি করবেন
প্রাথমিক বিদ্যালয়ের শপথ বাক্য ২০২৪ [নতুন image & video]
এসএসসি পদার্থ বিজ্ঞানের সকল সূত্র – অধ্যায় ভিত্তিক SSC Physics formula
BOESL দক্ষিণ কোরিয়া লটারি ২০২৪ কবে ছাড়বে, আবেদন, নিবন্ধন যেভাবে
ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার প্রশ্ন ও উত্তর ২০২৪ PDF
সরকারি ছুটির তালিকা ২০২৪ PDF (সরকারি ক্যালেন্ডার ২০২৪)
বর্তমানে যাকাতের নিসাব কত টাকা ২০২৪ [স্বর্ণ ও টাকার যাকাত কত, হিসাবের নিয়ম]
সরকারি ক্যালেন্ডার ২০২৩ [ছুটির তালিকা সহ govt calendar 2023 Bangladesh]